নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-পর্যটন নগরী রাঙ্গামাটির হোটেল রেস্তোরাঁর খাবারের মান বৃদ্ধির মাধ্যমে পর্যটকদের সেবাদান আরো নিশ্চিত করার আহবান জানিয়েছেন রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। তিনি বলেন, হোটেল রেস্তোরাঁর খাবারের মান ভালো হলেই পর্যটকরা স্বচ্ছন্দে তা গ্রহণ করবে। আর যদি খাবারের মান ভালো না হয় তা হলে পর্যটকরা মুখ ফিরিয়ে নেবে। তিনি বলেন রাঙ্গামাটির পর্যটন শিল্পের উন্নয়নে যা যা প্রয়োজন তা করা হবে।
শুক্রবার (১২ মার্চ) রাঙ্গামাটি রেস্তোরাঁ মালিক সমবায় সমিতি লিমিটেড এর নতুন কার্যালয়ের উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।
রাঙ্গামাটি রেস্তোরাঁ মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতিত্বে সভায় জেলা সমবায় কর্মকর্তা ইউসুফ হাছান চৌধুরী, হোটেল মালিক সমিতির মোঃ আকতার হোসেন, মোঃ নাজিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে কাঠালতলীতে ফিতা কেটে রাঙ্গামাটি রেস্তোরাঁ মালিক সমবায় সমিতি লিমিটেড এর নতুন অফিস ভবনের উদ্বোধন করেন।