বরকল উপজেলা আওয়ামীলীগের ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

159

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটির বরকল উপজেলা আওয়ামীলীগের ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি ও সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরের স্বাক্ষরিত সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিজ্ঞপ্তি দেয়া হয়।
বরকল উপজেলা আওয়ামীলীগের ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির মধ্যে রয়েছে আহবায়ক ডা. নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক প্রভাত কুমার চাকমা, যুগ্ম আহবায়ক সবির কুমার চাকমা, সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম মনির।
আহবায়ক কমিটির সদস্যরা হলেন, যথাক্রমে- মোঃ জাফর ইকবাল মোঃ রুহুল আমিন, মোঃ নাছির উদ্দিন মহারাজ, মোঃ শাহিন আলম, চিংহেন রাখাইন, মোঃ আবুল কালাম, গণেশ মজুমদার, পবিত্র চাকমা, রূপন সাহা, মোঃ আখতারুজ্জামান টুটুল, অংছাচিং মারমা ও মোঃ হাসান।
এই আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে বরকল উপজেলা আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন করার আহবান জানানো হয়।