পানছড়িতে মাহেন্দ্র-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত-১, আহত-২

165

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-খাগড়াছড়ির পানছড়িতে মাহেন্দ্র ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে।
শুক্রবার (১২মার্চ) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার কুড়াদিয়াছড়া এলাকায় মোটর সাইকেল ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মোটর সাইকেল চালক নিতাঞ্জল চাকমা (৩৫)। সে উপজেলার লতিবান ইউপির লতিবান গ্রামের জগলেন্দু চাকমার সন্তান। আহত মো. জাহিদ ও আয়েশা বেগম মাটিরাঙা উপজেলার তবলছড়ির বাসিন্দা।
এসময় ঘটনাস্থল থেকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নিতাঞ্জল চাকমাকে উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তূর্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খাগড়াছড়ি হাসপাতালের আসার আগেই তার মৃত্যু হয়েছে।
খাগড়াছড়ির পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. দুলাল হোসেন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান এ ব্যাপারে এখনো কেউ কোন অভিযোগ নিয়ে থানায় আসেনি।