রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানঃ-কোভিড-১৯ প্রেক্ষাপট এবং পার্বত্য অঞ্চলে তুলা ফসলের গবেষণা, সম্প্রসারণ ও বাজারজাত সহজ করার লক্ষে বান্দরবানে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে তুলা উন্নয়ন বোর্ড বান্দরবান জোনের আয়োজনে বান্দরবানের বালাঘাটা পাহাড়ী তুলা গবেষণা কেন্দ্রের সভা কক্ষে তুলা উন্নয়ন বোর্ড চট্টগ্রাম রিজিয়নের উপ-পরিচালক কৃষিবিদ নাছির উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এসময় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব (গবেষণা) এস,এম,অজিয়র রহমান।
এসময় প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ড বান্দরবান জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মো.আলমগীর হোসেন মৃধা, বৈজ্ঞানিক কর্মকর্তা ড: কামরুল ইসলাম, বান্দরবানের পাহাড়ী তুলা গবেষণা কেন্দ্র এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মংসানু মারমাসহ তিন পার্বত্য জেলার তুলা চাষী ও কর্মকর্তারা।
প্রশিক্ষণে কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব (গবেষণা) এস,এম,অজিয়র রহমান বলেন, পার্বত্য এলাকার মাটি তুলা চাষের জন্য উপযোগী হওয়ায় দিন দিন জেলায় তুলা চাষ বৃদ্ধি পাচ্ছে আর বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলায় উৎপাদিত তুলা দেশের চাহিদা মেটাতে কিছুটা সক্ষম হচ্ছে। তিনি আরো বলেন, বান্দরবানের পাহাড়ী জমিতে উৎপাদিত তুলার পাশাপাশি চাষীরা এখন ধান, আদা, ভুট্টা, গম, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ফল ফলাদি চাষ করে ভালো লাভবান হচ্ছে।
দিনব্যাপী এই প্রশিক্ষণে বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ির অর্ধশতাধিক তুলা চাষী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এবং চাষীদের তুলা চাষের বিভিন্ন কৌশল ও পরামর্শ প্রদান করে প্রশিক্ষকেরা।