নানিয়ারচরে ট্রাক-সিএনজি সংঘর্ষে ইউপি মেম্বারসহ আহত-৪

206

নানিয়ারচর প্রতিনিধিঃ-রাঙ্গামাটির নানিয়ারচর ভূইয়াদম এলাকায় ট্রাক ও সিএনজি সংঘর্ষে ইউপি সদস্য সহ আহত চার। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে। পরে আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপতাালে প্রেরণ করা হয়।
আহতরা হলেন, সিএনজি চালক-খাগড়াছড়ির জেলার বিরাজ মোহন চাকমার ছেলে নামঃ বাইগো চাকমা (৩০) নানিয়ারচর ৩নং বুড়িঘাট ইউনিয়নের ইউপি সদস্য নেকজান বেগম (৪৫)। নানিয়ারচর বগছড়ি এলাকার দুলু চাকমার ছেলে চন্দ্র লাল চাকমা (৪৫) এবং নানিয়ারচর তৈচাকমা পাড়ার রাজেন্দ্র লাল চাকমার ছেলে মিলন বিকাশ চাকমা (৪০) ঘটনাস্থলেই আহত হয়।
জানা যায়, বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে সিএনজি চট্টমেট্টো থ-(১২-৩৮৮৯) রাঙ্গামাটির দিকে আসছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখো মুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ট্রাক ও সিএনজি সংঘর্ষে সিএনজিতে থাকা ড্রাইভার যাত্রী উভয়েই গুরতর আহত হয় এবং স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে এখনো ট্রাক বা সি এনজি কিছুই পাওয়া যায়নি, এবং ট্রাক-সিএনজি দূর্ঘটনার তদন্ত অব্যাহত আছে বলে জানান নানিয়ারচর থানা এ এস আই মোঃ-আলমগীর হোসেন।