থানচি প্রতিনিধিঃ-বান্দরবান থানচি উপজেলায় সাঙ্গু নদী থেকে অজ্ঞাত একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর দেড়টায় উপজেলা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকা জিনিঅং পাড়া নদীর ঘাটে এই অজ্ঞাত লাশ উদ্ধঅর করা হয়। এই অজ্ঞাত লামের পরিচয় পাাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তিন চারদিন আগেই তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে ছিলো।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিন শেক ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, উদ্ধারকৃত অজ্ঞাত লাশটি বান্দরবান সদর হাসপাতালে ময়না তদন্তে জন্য প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর যদি লাশ নিতে কেউ না আসে তা হলে বেয়ারিশ হিসেবে তার দাফন কার্যক্রম করা হবে।