পাহাড়ে রয়েছে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষের বৈচিত্রময় সহাবস্থান-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

202

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-পার্বত্য চট্টগ্রাম তথা খাগড়াছড়িতে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষের বৈচিত্রময় সহাবস্থান রয়েছে বলে মন্তব্য করেছেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। তিনি বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকার সব ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয় নির্মাণসহ যার যার ধর্মীয় অনুষ্ঠান আয়োজনে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। তাই সকলকে মিলে যার যার অবস্থান থেকে সমাজের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান তিনি।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) রাতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা কেন্দ্রীয় জগন্নাথ মন্দির আয়োজিত অষ্টপ্রহরব্যপী মহানামযজ্ঞ মহোৎসব অনুষ্ঠান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, সাধারন সম্পাদক সুবাস চাকমা সুবাস চাকমা, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সাবেক সভাপতি হেমেন্দ্র ত্রিপুরা, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবদুল গনি, গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চন্দ্র কিরণ ত্রিপুরা, মাটিরাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চন্দ্র বিকাশ ত্রিপুরা, সাধারণ সম্পাদক কোকোনাথ ত্রিপুরা ও কেন্দ্রীয় জগন্নাথ মন্দিরের পুরোহিত রবীন্দ্র চক্রবর্ত্তী উপস্থিত ছিলেন।
এর আগে ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি উৎসব প্রাঙ্গণে পৌঁছলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি হিরন জয় ত্রিপুরা।
এর আগে ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মাটিরাঙার গৌতম বৌদ্ধ বিহারের উন্নয়ন কাজের উদ্বোধন শেষে দায়ক-দায়িকা ও সুধী সমাবেশে বক্তব্য রাখেন।