খাগড়াছড়ির রামগড়ে পাহাড় কাটতে গিয়ে পাহাড় ধসে সৌদি প্রবাসীর মৃত্যু

162

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-খাগড়াছড়ির রামগড়ে পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে মিজানুর রহমান (৪৫) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। তিনি সম্প্রু পাড়ার মো. ফরিদের ছেলে বলে জানা গেছে
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রামগড় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সম্প্রু পাড়া এলাকায় মাটি কাটতে গিয়ে এই দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয় লোকজন জানায়, নিহত মিজানুর রহমান মঙ্গলবার সকালে সম্প্রু পাড়ায় নিজের বাড়ির পাশে ২ জন শ্রমিক নিয়ে একটি পাহাড় কাটছিলেন। তিনি ওই সময় পাহাড়ের নিচে থেকে কোদাল দিয়ে মাটি সমান করছিলেন। হঠাৎ উপর থেকে মাটির বিরাট অংশ ধসে পড়ে মিজানের ওপর। এতে সে মাটির নীচে চাঁপা পড়ে। শ্রমিক ও স্থানীয় লোকজন প্রায় ১০ মিনিট চেষ্টার পর মাটি সরিয়ে মিজানকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সালমা আক্তার তাকে মৃত ঘোষণা করেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও ওসি জানান।