দীঘিনালায় যথাযোগ্য মর্যাদায় ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন

161

সোহেল রানা, দীঘিনালাঃ-দীঘিনালায় অমর ২১শে ফেব্রুয়ারি ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
রবিবার (২১ফেব্রুয়ারি) প্রথম ভোরে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয় ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান দীঘিনালা উপজেলা আওয়ামীলীগ এর পক্ষথেকে সভাপতি ও উপজেলা পরিষদ চেয়রম্যান আলহাজ্ব মোঃ কাশেম, উপজেলা প্রশাসনের পক্ষথেকে নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ, দীঘিনালা থানার পক্ষথেকে অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব, উপজেলা আওয়ামীলীগ পক্ষথেকে শ্রদ্ধা নিবেদন করা হয়, জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি দীঘিনালা উপজেলা শাখার পক্ষথেকে ভারপ্রাপ্ত সভাপতি মো: রফিকুল ইসলাম। বাংলাদেশ রেড ক্রিসেন্ট দীঘিনালা ইউনিট, রোভার স্কাউট দীঘিলালা, মাইনী মুখ রোভার স্কাউট দীঘিনালা।
এছাড়া সমাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পুষ্প মাল্য অর্পন করা হয়। উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহী, দীঘিনালা উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা প্রমূখ।
এদিকে খাগড়াছড়ির দীঘিনালায় অমর একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে দীঘিনালায় বিএনপি।
রবিবার(২১ফেব্রুয়ারি) অমর একুশে ভোরে র‌্যালি ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পনের মাধ্যম শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দীঘিনালা উপজেলা বিএনপি‘র সহ-সভাপতি মো: নুরুল আফসার মুনাফ‘র সভাপতিত্বে আলোচনা সভায় ছিলেন, দীঘিনালা বিএনপি‘র সাধারন সম্পাদক মো: শফিকুল ইসলাম সফিক। এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক মো: জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক কাজী রানা, , উপজেলা যুবদল‘র আহবায়ক মো: মোতালেব হোসেন, উপজেলা ছাত্রদল‘র আহবায় মো: লোকমান হোসেন, প্রমূখ। আলোচনা সভায় বক্তরা বলেন, ভাষা আন্দোলনে ভাষা শহিদের আত্মত্যাগের বিনিময় আমরা আজ বাংলা ভাষায় কথা বলতে পারছি। পৃথিবীর একমাত্র বাংলাদেশ মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে। আজ সারা বিশ্ব পালন করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।