নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটিতে আগামীকাল শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ লাইনের আনুসাঙ্গিক মেরামত কাজের জন্য রাঙ্গামাটি শহরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রাঙ্গামাটি বিদ্যুৎ বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ মজুমদার স্বাক্ষরিত এক জরুরী বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প কর্তৃক নির্মানাধীন ভেদভেদী ২২/১১ কেভি রেগুলার টাইপ উপকেন্দ্রে স্থাপিত ২টি ট্রান্সফরমারের মধ্যে একটি ১০/১৩.৩৩ এমভিএ ক্ষমতার ট্রান্সফরমার টেস্টিং ও কমিশনিং এবং ২২ কেভি শুকরছড়ি মাঝের বস্তি ও ভেদভেদী মাঝের বস্তি ডাবল সার্কিট লাইনের টেস্টিং ও কমিশনিং ও আনুসাঙ্গিক লাইন মেরামত কাজের জন্য আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাঙ্গামাটি শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মেরামত কাজ শেষ হলে পর নির্ধারিত সময়ে পূর্বে লাইন চালু করা হবে। বিদ্যুৎ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।