শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়িঃ-নাইক্ষ্যংছড়িতে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হওয়ার ১০দিনের মাথায় টিকা নিলেন নাইক্ষ্যংছড়ি থানা কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেনসহ আওয়ামীলীগ সিনিয়র নেতৃবৃন্দরা।
বুধবার (১৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স কোভিড-১৯ কর্ণার পয়েন্টে করোনার টিকা নিলেন, নাইক্ষ্যংছড়ি থানা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন।
এসময় আরও যারা টিকা নিলেন, বান্দরবান জেলা আওয়ামীলীগ সদস্য, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ ইমরান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আয়ুব, সদর যুবলীগ সাধারণ সম্পাদক ফাহিম ইকবাল চৌধুরী খাইরু, উপজেলা ছাত্রলীগ সভাপতি বদর উল্লাহ কবির বিন্দু, বিএনপি’র নেতা নুরুল কাশেম প্রমূখ।
টিকাদানকালে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, আবু জাফর মোঃ ছলিম। টিকাদানের দায়িত্ব ছিলেন, ডা. রঞ্জন চৌধুরী।
উল্লেখ্য, সারাদেশের ন্যায় নাইক্ষ্যংছড়িতে গত ৭ ফেব্রুয়ারী করোনা ভাইরাসের প্রথম টিকা কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি সাদিয়া আফরিন কচি।
উদ্বোধনের শেষে প্রথম টিকা নেন স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. আবু জাফর মোঃ ছলিম। এসময় অন্যান্যদের মধ্যে টিকা নেন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফি উল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহাম্মেদ, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আরেফ উল্লাহ ছুট্টু, ডা. রায়হান, ডা. রঞ্জন চৌধুরী, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, প্রধান শিক্ষিকা তসলিমা ছিদ্দীকা বুলি প্রমূখ।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. আবু জাফর মোঃ ছলিম জানান, গত ৭ ফেব্রুয়ারি টিকা উদ্বোধনের পর থেকেই টিকার নিবন্ধন শুরু হয়ে যায়। এ ছাড়া স্বাস্থ্য কেন্দ্রে পরিচয়পত্র অর্থাৎ ভোটার আইডি কার্ড সাথে নিয়ে এসে টিকার নিবন্ধন করা যাবে।