লামায় ৮৪ হাজার মানুষকে খাওয়ানো হল কৃমিনাশক বড়ি

168

মোহাম্মদ রফিকুল ইসলাম,লামাঃ-বান্দরবানের লামায় ৮৪ হাজার নারী, পুরুষ ও শিশুকে কৃমিনাশক বড়ি খাওয়ানো হয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের “টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প” এর অধিনে ‘পাড়াকেন্দ্রে কৃমিনাশক বড়ি খাওয়ানোর কর্মসূচির’ আওতায় লামা উপজেলায় ২৫৮টি পাড়াকেন্দ্রের সুবিধাভোগীদের ২৬টি মডেল কেন্দ্রের মাধ্যমে ৮৪ হাজার ৫ থেকে ৮০ বছর বয়সী লোকজনকে কৃমিনাশক বড়ি খাওয়ানো হয়েছে। ইউনিসেফ, বাংলাদেশ এর সহায়তায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জুম মিটিংয়ের মাধ্যমে একযোগে তিন পার্বত্য জেলায় কৃমিনাশক বড়ি খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি। এসময় জুম মিটিংয়ে আরো অংশ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (অতিরিক্তি সচিব) মোঃ নুরুল আলম নিজামী, অন্যান্য শীর্ষ কর্মকর্তা, পাড়াকেন্দ্রে কৃমিনাশক বড়ি খাওয়ানোর কর্মসূচির প্রকল্প পরিচালক, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সুপারভাইজার ও পাড়াকর্মীরা।
লামা পৌরসভার ৯নং ওয়ার্ডের শিলেরতুয়া মার্মা পাড়া মডেল পাড়াকেন্দ্রে জুম মিটিংয়ের মাধ্যমে উপজেলার কৃমিনাশক বড়ি খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প লামার উপজেলা প্রকল্প ম্যানাজার একেএম রেজাউল হক, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর উশৈথোয়াই মার্মা সহ প্রকল্পের সুপারভাইজার ও পাড়াকর্মীরা।
উপজেলা প্রকল্প ম্যানাজার একেএম রেজাউল হক বলেন, লামা উপজেলার ১৭ হাজার ৩৩৭ পরিবারের ৮৪ হাজার লোককে আমরা ২৬টি কেন্দ্রের মাধ্যমে কৃমিনাশক বড়ি খাওয়াবো। এছাড়া গত সপ্তাহে আমাদের পাড়াকেন্দ্রের ১০ থেকে ১৯ বছর বয়সী ৬ হাজার ৪শত কিশোরীকে কৃমিনাশক বড়ি খাওয়ানো হয়েছে। আমাদের ২৫৮টি পাড়াকেন্দ্রে ৫ হাজার ৪শত শিক্ষার্থী রয়েছে।