নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-কে হচ্ছে রাঙ্গামাটি পৌরসভার মেয়র আওয়ামীলীগ প্রার্থী আকবর হোসেন চৌধুরী না বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। আওয়ামীলীগ ও বিএনপি দুই দলই তাদের নিজ নিজ অবস্থানে থেকে শেষ মুহুর্তে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ শেষ হাঁসি কে হাঁসে সেই দিকে তাকিয়ে আছে রাঙ্গামাটির মানুষ। রাঙ্গামাটি পৌরসভায় এবার ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠাত হবে।
রাঙ্গামাটি পৌরসভার ৯ টি ওয়াডে ৬২ হাজার ২৩৮ টি ভোটার নির্ধারণ করতে তাদের নগর পিতা। এবারের নির্বাচনে ৫ মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও মুলত লড়াই হবে আওয়ামীলীগ প্রার্থী আকবর ও বিএনপির মামুনের মাঝে। অন্যান্য প্রার্থীরা প্রতিযোগীতায় টিকেও থাকতে পারবে না বলে মন্তব্য করেন।
রাঙ্গামাটি বিএনপির মেয়র প্রার্থী মামুন নিজ গতিতে এগিয়ে চলছে। দলের মাঝে বিভক্তি থাকার কারণে কিছুটা কোন ঠাঁসায় আছেন তিনি। দলের সিনিয়র নেতৃবৃন্দরা কিছুটা সময় দিলেও অধিকাংশ সময় প্রচারণায় তাদের দেখা যাচ্ছে না। মামুন প্রচারণা চালাচ্ছে দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে।
অন্যদিকে রাঙ্গামাটির আওয়ামীলীগ প্রার্থী ও বর্তমান মেয়র আকবর হোসেন চৌধুরী শক্ত অবস্থানে থাকলেও দলের বিদ্রোহী প্রার্থী তার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দলের অবস্থানে আকবর হোসেনের সিনিয়র নেতাকর্মীদের মাঝে স্নায়ু যুদ্ধ চলছে। দলের অনেক সিনিয়র নেতাকর্মী এবার আকবরের সাথে হাটলেও ভোট দেয়ার বেলায় হয়তো অন্য প্রার্থীকে দিয়ে দিতে পারে বলে অনেক নেতা কর্মী এই তথ্য নিশ্চিত করেন।
ভোট যুদ্ধে এসে আওয়ামীলীগের আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী অমর কুমার দে সনাতন সম্প্রদায়ের ভোটের আসা ও আওয়ামীলীগের বঞ্চিতদের ভোটের আসায় বসে রয়েছে বলে ধারণা করছে অনেকেই। কিন্তু সনাতন সম্প্রদায়ের রাঙ্গামাটির প্রতিটি পূজা মন্ডপের নেতৃবৃন্দ ও রাঙ্গামাটি পূজা উদযাপন পরিষদ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ সম্মিলিত ভাবে আওয়ামীলীগের নৌকায় ভোট দেয়ার অঙ্গীকার করেছেন। তারা বলেন, আমরা যদি অন্য কোন দলের প্রার্থীকে ভোট দেয় তাহলে তারা কখনোই তা বিশ্বাস করবে না। তাই স্বাধীনতার স্বপক্ষের প্রার্থীকে ভোট দেয়ার প্রতিশ্রুতি বদ্ধ হয়।
এই অবস্থায় স্বতন্ত্র প্রার্থীয় যদি ভোট পায় তাহলে আওয়ামীলীগের বিদ্রোহী ও বঞ্চিত নেতাকর্মীদের ভোট পাবে বলে মনে করেন অনেক নেতাকর্মী। আওয়ামীলীগের বঞ্চিত নেতাকর্মীদের ভোটের ফলে যদি আওয়ামীলীগের বিদ্রোহী ও বহিস্কৃত প্রার্থী অমর কুমার দে ২ হাজার ভোট পায় তাহলে আওয়ামীলীগের আকবরের ভোট কমবে ৪ হাজার।
ইতিমধ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষে নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।