উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় পার্বত্য এলাকার উন্নয়নে উল্লেখযোগ্য ভুমিকা রাখছে-নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি

159

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদ খাগড়াছড়ি ইউনিটের উদ্যোগে অবসর প্রাপ্ত সহকর্মীদের বিদায় সংবর্ধনা, কর্মচারীদের কৃতি সন্তানকে শিক্ষা বৃত্তি প্রদান এবং অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনষ্ঠিত হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদ খাগড়াছড়ি ইউনিটের ভারপ্রাাপ্ত সভাপতি মহেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে সদস্য বাস্তবায়ন হারুন অর রশিদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ি ইউনিটে নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুল আলম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. জাকির হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মসলা প্রকল্পের কনসালন্টেন ড. মো. মহব্বত উল্লাহ, দৈনিক অরণ্যবার্তার পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক চৌধুরী আতাউর রহমান রানা, পার্বত্য চট্টগ্রাম বোর্ডের টেকসয় সামাজিক সেবা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. মতিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আবু বক্কর।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মতিউর রহমান সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম, রাবার ব্যবস্থাপনা প্রকল্প খাগড়াছড়ি ইউনিটের ব্যবস্থাপক জুটিশ বিকাশ ত্রিপুরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠনে মূল পদক্ষেপ গ্রহণ করে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি অনগ্রসর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে সামনে দিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠিত হয়। বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়িত উন্নয়ক কর্মকান্ড পার্বত্য এলাকায় উল্লেখযোগ্য ভুমিকা রাখছে। তিন পার্বত্য জেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড মানুষের কাছে উন্নয়নের সুবিধা পৌঁছে দিয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে। তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্পভুক্ত কর্মচারী যারা যোগ্যতা সম্পন্ন তাদেরকে প্রকল্পের মেয়াদ শেষে নতুন কোনো প্রকল্পে নেয়া যায় কিনা এমন আবেদনের বিষয়টি আগামী বোর্ড মিটিংয়ে তুলে ধরবেন বলে আশা প্রকাশ করেন।
তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদের প্রাসংঙ্গিক জেলা পর্যায়ে কর্মকান্ড জেলায় জেলায় অনুষ্ঠানের উদ্যোগের প্রশংসা করেন। বোর্ড চেয়ারম্যান নিষ্ঠা ও আন্তরিকতার সংঙ্গে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদ খাগড়াছড়ি ইউনিটের নেতৃবৃন্দ চাকুরী ক্ষেত্রে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা কথা তোলে ধরে প্রকল্প অন্তভূক্ত কর্মচারীদের প্রকল্প মেয়াদ শেষ হয়ে গেলে নতুন প্রকল্পে অভিজ্ঞতা সম্পন্ন কর্মচারীদের কর্মের সুবিধা দিয়ে পারিবারিক জীবন যাপনে অনিশ্চয়তা দূর করার জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের কাছে আবেদন করেন।
পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড খাগড়াছড়ি ইউনিটে কমর্রত অবসরপ্রাপ্ত অফিস সহায়ক হিরণ জুটি ত্রিপুরা ও অবসরপ্রাপ্ত অফিস সহায়ক সঞ্জিত চাকমাকে বিদায় সংবর্ধনা হিসেবে কল্যাণ পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট ও আর্থিক অনুদান প্রদান এবং কৃতি শিক্ষার্থী ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র, বৃত্তি টাকা, পুরস্কার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।
পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নব বিক্রম কিশোর ত্রিপুরা উন্নয়ন বোর্ড ক্যাম্পাসে পরিক্ষামূলক সারা বছর পেয়াজ চাষ ও সবজি চাষ কার্যক্রম পরির্দশন করেন এবং সফলতা কামনা করেন।