রাঙামাটিতে নৌকার প্রচরনায় মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন বঙ্গবন্ধুর দৌহিত্র ব্যারিস্টার তৌফিক

671

নিজস্ব প্রতিবেদকঃ গত শুক্রবার (৫ ফেব্রুয়ারী) পৌরসভার ৭নং ওয়ার্ডের বনরুপা, কাটাপাহাড়া, বনরুপা বাজারসহ বিভিন্ন সড়কের ব্যবসা প্রতিষ্ঠানে গণসংযোগে তিনি এক ভিক্ষুকের কাছে ভোট চান। নেতাকর্মীরাসহ সাধারণ জনগণ এ নিয়ে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই বলেছেন যুবনেতা ব্যারিস্টার তৌফিকের নৌকার প্রচরনায় এ এক অনন্য মানবিকতার স্থাপন করেছেন।

জানা যায়, আসন্ন পৌরসভা নির্বাচনে রাঙ্গামাটির মেয়র পদপ্রার্থী মোঃআকবর হোসেন চৌধুরীর পক্ষে নৌকার প্রচরনায় আসেন বঙ্গবন্ধুর দৌহিত্র,আওয়ামী-যুবলীগের অন্যতম সদস্য ব্যারিস্টার তৌফিকুর রাহমান।

রাঙ্গামাটির বনরুপা এলাকায় বঙ্গবন্ধুর দৌহিত্র নৌকার প্রচরনায় নামলে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে। তিনি নৌকার প্রচরনা এবং বিভিন্ন স্থানে পথ সভা করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে গতিশীল এবং রাঙ্গামাটি উন্নয়নের জন্য নৌকায় ভোট চেয়েছেন।

এরই মাঝে ভিড় ঠেলে এক ভিক্ষুক মহিলা বঙ্গবন্ধুর দৌহিত্রকে এক নজর দেখার জন্য অনেক চেষ্টা করেন।কিন্তু ভিড় ঠেলে সামনে যাওয়ার সুযোগ ছিলো না বিষয়টি যুবনেতা তৌফিকের দৃষ্টিগোচর হলে তিনি সাথে সাথে ভিক্ষুক মহিলাটির কাছে ছুটে যান,পরম মমতায় তাকে জড়িয়ে ধরে বলেন “শেখ হাসিনা আপনাদের পাশে আছেন,মন ছোট করবেন না। নৌকায় ভোট দিবেন। ভালো থাকবেন” বিষয়টি স্থানীয় ছাত্রলীগ,যুবলীগ নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হলে বিষয়টা নিয়ে রাঙ্গামাটি সহ সকলের কাছে আলোচনায় কেন্দ্রবিন্দুতে পরিণিত হয়।

ফেইসবুকে অনেকে মানবিক এ কাজের জন্য আবেগঘন স্ট্যাটাস দেয়।

এ সময় প্রচারণায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইরফানুল আলম জিকু, জেলা ছাত্রলীগের সহসভাপতি পলাশ বড়ুয়া, ফোরকান আহমেদ নাফিন, যুগ্ন সম্পাদক মহিউদ্দিন চৌধুরী (বাবু), সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন টিপু, রাঙামাটি সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম,মোহাম্মদ সালাউদ্দিন সহ যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর ভগ্নিপতি শহীদ আবদুর রব সেরনিয়াবাত ছিলেন ব্যারিস্টার তৌফিকুর রাহমানের নানা। এছাড়াও তিনি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ভ্রাতুষ্পুত্র।