রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানঃ-পার্বত্য জেলা বান্দরবানে ও করোনা টিকাদান কর্মসূচী শুরু হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারী) সকালে বান্দরবান স্বাস্থ্য বিভাগের আয়োজনে বান্দরবানের সাতটি উপজেলাতে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।
সকালে বান্দরবান সদর হাসপাতালে ফিতা কেটে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। পরে করোনা টিকাদান কর্মসূচী উপলক্ষে সকাল ১১টায় বান্দরবান সদর হাসপাতালে প্রথম করোনার টিকা গ্রহণ করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। এসময় তিনি হাসিমুখে করোনার ভ্যাকসিন গ্রহণ করে এবং সকলকে এই ভ্যাকসিন গ্রহণের জন্য অনুরোধ জানান।
এরপরই বান্দরবানের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: আবু হানিফ, জেলা লিগ্যাল এইড অফিসার মো: আবুল মনসুর সিদ্দিকি, সিনিয়র সহকারী জর্জ ঝুমু সরকার, পার্বত্য জেলা পরিষদ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এটি এম কাউছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পালসহ ডাক্তার ও স্বাস্থ্য কর্মীরা এসময় টিকা গ্রহণ করে।
এদিকে করোনার ভ্যাকসিন গ্রহণ করার পর সকলে সুস্থতা অনুভব করে এবং সকলকে এই করোনার ভ্যাকসিন গ্রহণ করার জন্য অনুরোধ জানান টিকা গ্রহণকারীরা।
বান্দরবানের স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বান্দরবানে ১২শ ভায়াল টিকা আনা হয়েছে এবং টিকা গ্রহণের জন্য এই পর্যন্ত ৬শত ৩৮জন রেজিষ্ট্রিশন করেছে এবং প্রথমদিনে বান্দরবান সদর হাসপাতালের বুথে ৬৪ জন ও সেনানিবাস এলাকায় ৫০জনকে এই করোনার ভ্যাকসিন প্রয়োগ করা হবে।