বান্দরবান প্রতিনিধিঃ-বান্দরবানের নাইতং পাহাড়ের কাপ্রু পাড়া এলাকায় পাঁচ তারকা হোটেল নির্মাণের প্রতিবাদে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ম্রো সম্প্রদায়ের জনসাধারণ ৩০কিলোমিটার লংমার্চ করে বান্দরবান সদরের রাজার মাঠে এসে শেষ করেছে।
রবিবার (৭ ফেব্রুয়ারী ) সকালে লংমার্চটি সকাল ৯টার দিকে বান্দরবানের চিম্বুক এলাকার রামরি পাড়া থেকে শুরু হয়ে দুপুর আড়াইটায় বান্দরবান শহরের রাজার মাঠে গিয়ে শেষ হয়।
লংমার্চে ম্রো জনগোষ্ঠীর সহস্রাধিক নারী-পুরুষ ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে বান্দরবানের চিম্বুক পাহাড় ছাড়াও বিভিন্ন জায়গা থেকে আসা ম্রো জনগোষ্ঠীর জনসাধারণ এতে অংশগ্রহণ করে।
এসময় বান্দরবানের নাইতং পাহাড়ের কাপ্রু পাড়া এলাকায় পাঁচ তারকা হোটেল নির্মাণের প্রতিবাদে ম্রো সম্প্রদায় তাদের ঐতিহ্যবাহী বাঁশের বাঁশি বাজিয়ে তাদের এলাকায় আধুনিক হোটেল নির্মাণের প্রতিবাদ জানান। পরে বান্দরবান শহরের রাজার মাঠে এসে সবাই একত্রিত হয় এবং একটি বিক্ষোভ সমাবেশ করে।
এসময় বক্তারা বলেন, বান্দরবানের নাইতং পাহাড়ের কাপ্রু পাড়া এলাকায় পাঁচ তারকা হোটেল নির্মাণ করা হলে ক্ষুদ্র নৃগোষ্ঠির ম্রো সম্প্রদায় ক্ষতিগ্রস্থ হবে এবং তারা তাদের জমি থেকে উচ্ছেদ হয়ে যাবে। এসময় বক্তারা, পাহাড়ের সৌন্দর্য্য নষ্ট না করে পাহাড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠির সুন্দরভাবে বসবাসের জন্য পাঁচ তারকা হোটেল নির্মাণ বন্ধ রাখার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
উল্লেখ্য, বান্দরবানের নীলগীরি’র নাইতং পাহাড় এলাকার চন্দ্র পাহাড় নামক স্থানে সিকদার গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান পাঁচ তারকা মানের হোটেল তৈরি করার কাজ শুরু করেছে, আর ম্রো জনগোষ্ঠী জনসাধারণ শুরু থেকেই তাদের জমি দখলের অভিযোগসহ বিভিন্ন কারণ দেখিয়ে এই পাঁচ তারকা মানের হোটেল বন্ধের প্রতিবাদ জানিয়ে আসছে বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে।