নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-আসন্ন ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় রাঙ্গামাটি পৌর আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক অমর কুমার দে’কে বহিষ্কার করেছে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ।
শনিবার (৬ ফেব্রুয়ারি) রাতে এমন তথ্য নিশ্চিত করে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর জানান, রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে অমর কুমার দে বিদ্রোহী প্রার্থী হওয়ায় রাঙ্গমাটি আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এর বাস ভবনে এক জরুরী সভা করে সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী আকবর হোসেন চৌধুরী। অন্যদিকে নির্বাচনে ‘মোবাইল’ প্রতীক নিয়ে ভোটের মাঠে থাকা অমর কুমার দে নিজেকে ‘বিদ্রোহী’ নয়, বিকল্প প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে আসছেন।
Home পাহাড়ের রাজনীতি পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী অমর কুমার দে’কে বহিষ্কার করলো রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ