খাগড়াছড়িতে কোভিড-১৯ এর প্রথম টিকা নিলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস

156

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-সারা দেশের মতো খাগড়াছড়িতেও ১৬টি বুথে শুরু হয়েছে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচী।
রবিবার (৭ ফেব্রুয়ারী) সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফারেন্সের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচী উদ্বোধনের পরপরই খাগড়াছড়ি সদর হাসপাতালে ২টি বুথে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচী শুরু হয়।
খাগড়াছড়িতে সাহসীকতার সাথে কোভিড-১৯ প্রথম টিকা গ্রহন করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। তারপর খাগড়াছড়ি পৌরসভার নবনির্বাচিত মেয়র নির্মলেন্দু চৌধুরী ও সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাস করোনা ভ্যাকসিন গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু ও অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান।
এছাড়াও একই সময় জেলার অপর ৭টি হাসপাতালে ১৪টি বুথে ও খাগড়াছড়ি এবং গুইমার সেনা রিজিয়ন ও বিজিবি সেক্টরে আলদাভাবে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচী শুরু হয়।
খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাস জানান, জেলায় এ পর্যন্ত টিকা গ্রহনের জন্য ৫ হাজার ৩শ ব্যক্তি নিববন্ধন করেছেন। প্রথম দিন ৬শ ১২ জন টিকা দেওয়া হবে। টিকা প্রদানের জন্য জেলা পর্যায়ে ১৬ জন ও উপজেলা পর্যায়ে ২৮ জনকে ভ্যাকসিন প্রয়োগের বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
এছাড়া খাগড়াছড়ি যুব রেড ক্রিসেন্ট সোসাইটির ৩৩ স্বেচ্ছাসেবকদেরও কোভিট -১৯ টিকাদান সহায়ক প্রশিক্ষন প্রদান করা হয়েছে।
এদিকে খাগড়াছড়িতে সেনা সদস্যদের মাঝে কেরোনার ভ্যাকসিন প্রদান শুরু করা হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়নের ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স হাসপাতালে সামরিক সদস্যদের করোনার টিকা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ সময় খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা, সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, বিশ্বের অনেক দেশ এখনও করোনার ভ্যাকসিন পায়নি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতায় ভ্যাকসিন আবিস্কারের সাথে সাথে আমরা তা পেয়েছি। পর্যায়ক্রমে দেশের সকল নাগরিক ভ্যাকসিনের আওতায় আসবে বলেও জানান তিনি।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, খাগড়াছড়ি জেলায় সম্মুখ সারির ৪ হাজার ৬ শ ২১ জন করোনার ভ্যাকসিন গ্রহণের জন্য ইতোমধ্যে আবেদন করেছেন।
উল্লেখ্য, প্রথম ধাপে গত ৩১ জানুয়ারী খাগড়াছড়িতে ১২ হাজার ডোজ করোনা ভ্যাকসিন পৌছে।