দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে নৌকা প্রতীকের জয় সুনিশ্চিত করতে হবে: হাজী মুছা মাতব্বর

আসন্ন ১৪ফেব্রুয়ারী রাঙামাটি পৌরসভার নির্বাচনে ভালোবাসা দিবসে নৌকাকে ভালোবেসে জনগণকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান

736

শাহ আলম, রাঙামাটি: আসন্ন ১৪ ফেব্রুয়ারী ৪র্থ ধাপে রাঙামাটি পৌরসভার নির্বাচনে ভালোবাসা দিবসে নৌকাকে ভালোবেসে জনগণকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সমস্য হাজী মুছা মাতব্বর। একই সাথে দলের নেতাকর্মীদের দ্বিধা-দ্বন্দ্ব, মান-অভিমান ভুলে গিয়ে নৌকা প্রতীকের জয় সুনিশ্চিত করারও আহবান জানিয়েছেন তিনি।

আজ রবিবার (৩১ জানুয়ারী ২১) বিকাল ৫.৩০মিনিটে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জেলা সেচ্ছা সেবকলীগের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় রাঙামাটি পৌরসভার নির্বাচনের আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী আকবর হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

নির্বাচনের দিন ভোট কেন্দ্র পাহাড়া না দিয়ে আগে নিজেদের ভোট, আত্নীয়-স্বজনের ভোট প্রদান করে পরবর্তীতে এলাকার বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কেন্দ্র আনার জন্য তিনি নির্দেশ দেন। নির্বাচনকে ঘিরে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে তিনি বলেন, কোন চিন্তার কারন নাই। যে কোন ধরনের সমস্যা জানাবেন আমি (মুছা) সমাধান করার জন্য চেষ্টা করবো। ষড়যন্ত্রকারীদের কাছ থেকে সকল নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানিয়ে তিনি। তিনি তার দীর্ঘদিনের নির্বাচনী অভিজ্ঞতা তুলে ধরে নেতা-কর্মীদের ভুল পথে না যাওয়ার পরামর্শ দেন। সবাইকে দ্বিধা-দ্বন্দ্ব, মান-অভিমান ভুলে গিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকের জয় সুনিশ্চিত ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে রাঙামাটি পৌরসভার আসনটি উপহার দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

রাঙামাটি জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো: শাওয়াল উদ্দিন বলেন, আসন্ন পৌর নির্বাচনে আগে মেয়র তথা নৌকা প্রতীক এর জয় সুনিশ্চিত করতে হবে। কাউন্সিলর প্রার্থীদের জয়ও প্রয়োজন আছে জানিয়ে তিনি সারাদিন তাদের পিছনে নেতা-নেকর্মীদের পড়ে না থাকার আহবান জানান। নৌকা প্রতীকের জয় সুনিশ্চিত ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে রাঙামাটি পৌরসভার আসনটি উপহার দেওয়ার জন্য দলের সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার অনুরোধ জানান।

রাঙামাটি জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো: শাওয়াল উদ্দিন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: শাজাহান এর সঞ্চালনায় সভায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন-সম্পাদক লিটন বড়ুয়া, সহ-সভাপতি তোষণ চাকমা, সহ-সভাপতি মাসুদ রানা, সহ-সভাপতি শোভাশীষ কর (মুন্না), সহ-সভাপতি তাপন দাশ ও সাংগঠনিক ফজল করিমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।