লংগদু প্রতিনিধিঃ-বর্তমানে সারাদেশে শৈত্য প্রবাহের কারণে শীতার্ত মানুষদের অবর্ণনীয় দূর্ভোগ পোহাতে হচ্ছে। তাই শীত লাঘবের জন্য খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু সেনা জোনের পক্ষ থেকে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহষ্পতিবার (২৮ জানুয়ারি) সকালে লংগদু জোনের আওতাধীন করল্যাছড়ি ও গোদাবাইন্যাছড়া এলাকার গরীব ও শীতার্ত মানুষদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্রের মধ্যে ছিল কম্বল ও বিভিন্ন ধরনের গরম কাপড়। এসব শীতবস্ত্র পেয়ে এলাকার গরীব মানুষ অত্যন্ত খুশি।
লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মিরাজ হায়দার চৌধুরী এর নির্দেশ ক্রমে শীতবস্ত্র বিতরণ করেন, জোনের ক্যাপ্টেন জেড এম রেজওয়ানুল ইসলাম। এসময় সহযোগিতা করেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ শহিদুল ইসলাম।
জোনের পক্ষ থেকে এ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে জোনের এই সেনা কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।