খাগড়াছড়ি প্রতিনিধিঃ-খাগড়াছড়ির মাটিরাঙায় স্থানীয়দের নিয়ে নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভা করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে জোন সদর দপ্তরে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় এতে গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান উষেপ্রু মারমা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পৌর মেয়র মো. শামসুল হকসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় সভার প্রধান অতিথি মাটিরাঙা সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মোহসীন হাসান বলেন, পাহাড়ে শান্তি, সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি আইন-শৃংখলা রক্ষায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আত্ম সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে উল্লেখ করে উন্নয়ন ও সম্প্রীতিতে বাধা সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবেনা।