সেনাবাহিনীর উদ্যোগে কাপ্তাইয়ে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

296

কাজী মোশাররফ হোসেন, কাপ্তাইঃ-কাপ্তাইয়ে অবস্থিত সেনাবাহিনীর ২৩ ইস্ট বেংগলের উদ্যোগে স্থানীয় গরীব ও দুঃস্থ জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ জানুয়ারী) সকালে ১৬০জন গরীব নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্ণেল গাজী মোহাম্মদ মিজানুল হক পিএসসি।
এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই জোনের উপ-অধিনায়ক মেজর ইয়াসির আদনান। সেনাবাহিনী প্রদত্ত শীতবস্র গ্রহণ করার জন্য কাপ্তাই প্রজেক্ট এলাকা ছাড়াও কাপ্তাই নতুন বাজার, শিল্প এলাকা, ফরেষ্ট কলোনী, জেলে পাড়াসহ বিভিন্ন প্রান্ত থেকে গরীব নারী পুরুষ কাপ্তাই জোনে সমবেত হন। উপস্থিত সবাইকে শীতবস্ত্র প্রদান করা হয়।