রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে দুই তরুণের লড়াই, ছক্কা মারবে কে?

381

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটি পৌরসভার নির্বাচনে দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এবারের নির্বাচনে লড়াই হবে দ্বিপক্ষীয়। আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে লড়াইয়ে কে এবার পৌর পিতা হিসেবে এগিয়ে যাবে সেটা দেখার বিষয়। রাঙ্গামাটি পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী বর্তমান মেয়র আকবর হোসেন চৌধুরী ও বিএনপির সিনিয়র নেতা ও সাবেক বিএনপির সভাপতি নাজিম উদ্দিনের বড় ছেলে মোঃ মামুনুর রশিদ মামুনের মাঝে।
আজ প্রতীক বরাদ্দের পর পর রাঙ্গামাটি পুরো শহর ছেয়ে যাবে পোষ্টারে পোষ্টারে। ইতিমধ্যে রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের পোষ্টার ছাপিয়ে ফেলেছে। এখন শুধু লাগানোর অপেক্ষায়।
এবারের পৌরসভা নির্বাচনে আঞ্চলিক রাজনৈতিক দলের প্রার্থী না থাকায় তাদের ভোট ব্যাংক কোন দিকে সে দিক মাথায় রেখে আওয়ামী লীগ ও বিএনপিকে এগিয়ে যেতে হবে। রাঙ্গামাটির রাজনৈতিক মেরুকরণে জাতীয় পার্টি ও স্বতন্ত্রপ্ রার্থী অমর কুমার দে তাদের সামান্যতম কিছু ভোট টানতে পারবে। অন্য দিকে জামানত বাজেআপ্ত হতে পারে বিপ্লবী ওয়াকার্স পার্টির প্রার্থীর।
রাঙ্গামাটি পৌর এলাকার বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, এবার তারা যে প্রার্থী তাদের প্রতিশ্রুতি পূরণ করতে পারবে এমন প্রার্থীকে তারা এবার বেছে নেবেন। এ অবস্থায় আওয়ামীলীগ এবং বিএনপি উভয় দলের প্রার্থী যারা ভোটারদের মন জয় করতে পারবে তারাই হয়তো এবার নির্বাচনে তাদের ভোটাধিকার জয় করে দিতে পারবে। সমীকরণে দেখা যায়, এবারের নির্বাচনে তরুণ উদীয়মান দুই প্রার্থী আকবর ও মামুন দুজনেই সমান তালে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে। যার যার দলীয় নেতাকর্মীদের নিয়ে তারা দিনরাত এক হয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঢ়ুরছে। এদিকে প্রথম পর্যায়ে দুই প্রার্থী দলের অঙ্গ সংগঠনগুলোর সাথে তাদের বৈঠক সমাপ্ত করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
প্রার্থীরা তাদের অঙ্গ সংগঠনগুলোর মধ্যে বৈঠককালে দলের জয় নিশ্চিত করার জন্য বিভিন্ন ছক পরিকল্পনা করেছে। সর্বোপরি মাঠে নামতে প্রস্তুত রয়েছেন আওয়ামীলীগের পক্ষে ছাত্রলীগ বিএনপি-ছাত্রদল এছাড়া অন্যান্য অঙ্গ সংগঠনগুলোর পক্ষে তারা তুমুল প্রচারণায় ব্যস্ত সময় পার করছে।
অন্যদিকে কাউন্সিলর প্রার্থীরা দলীয় মনোনয়ন না পেলেও চার দলের অবস্থান থেকে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ভিক্ষা করছে। তারা নিজেরাই মনে করছে তাদের নির্দিষ্ট একটি ভোট ব্যাঙ্ক তারা তার ঝুলিতে নিয়ে জয়ের মালা ছিনিয়ে নেবে। এ ব্যবস্থায় আগামী ১৪ ই ফেব্রুয়ারি আসন্ন নির্বাচনে কোন দল আনন্দ উল্লাস করবে আবার কোন দল তাদের কান্নার রোল বসে সেটি দেখার অপেক্ষায় রয়েছে রাঙ্গামাটির সাধারণ জনগণ।