প্রচারণার প্রথম দিনেই আঃলীগের মনোনীত মেয়র প্রার্থী আকবর হোসেন চৌধুরীর বিশাল গণসংযোগ

আসন্ন ১৪ ফেব্রুয়ারী রাঙামাটি পৌর নির্বাচন উপলক্ষে

505

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ১৪ই ফেব্রুয়ারী রাঙামাটি পৌরসভার নির্বাচনে আজ প্রতীক বরাদ্দের পর পরই রাঙামাটি শহরের বৃহত্তর রিজার্ভ বাজর ও তবলছড়ি রোড এলাকায় গণসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত দলীয় মেয়র প্রার্থী (নৌকা প্রতীক) আকবর হোসেন চৌধুরী।

বুধবার (২৭ জানুয়ারি) গণসংযোগকালে আকবর হোসেন চৌধুরী বলেন, আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের পুনরায় সেবার দায়িত্ব নিতে চাই।

রাঙামাটি শহরে বসবাসকারী আমরা সকলেই একটি পরিবার। রাঙামাটি পৌরসভা এই পরিবারের সেবামূলক কাজ করে। আমি রাঙামাটির সন্তান হিসেবে সুখে-দুখে সবার সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। রাঙামাটি শহরের পরিবারে সদস্য হিসেবে মেয়র নির্বাচিত হলে রাঙামাটি শহরবাসীর উন্নয়নে নিজেকে উজার করে দিতে চাই।

রিজার্ভ বাজার এলাকায় প্রচারণা শেষে তিনি বৃহত্তর তবলছড়ি বাজরে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি জনসাধারণ এবং ভোটারদের সালাম ও শুভেচ্ছা জানান। এসময় তিনি আসন্ন ১৪ ফেব্রুয়ারী রাঙামাটি পৌর নির্বাচন উপলক্ষে নৌকা মার্কায় ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান।

গণসংযোগকালে আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দসহ সহযোগী অঙ্গসংগঠনের শতশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।