খাগড়াছড়ির দীঘিনালায় পর্যটকবাহী জীপগাড়ি-বাসের সংঘর্ষে আহত-৩

339

মোহাম্মদ আবু তৈয়ব, খাগড়াছড়িঃ-খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা সাজেক সড়কে যাত্রীবাহী বাসের সাথে পর্যটকের জীপ (চাঁন্দের) গাড়ির সংঘর্ষে ৩পর্যটক আহত হয়েছেন।
সোমবার (২৫ জানুয়ারী) সকাল ৯টার দিকে উপজেলার কবাখালী এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, সাজেকগামী জীপ গাড়ীর সাথে বিপরীত দিক থেকে আাসা শান্তি পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষে ঢাকা থেকে আগত মো. ওয়াহেদুজ্জামানের ছেলে মো. সিহাব, মো. আবু সায়িমের ছেলে মো. সাজিদ, মো. ফরহাদ সরকারের ছেলে মো. আসলাম নামের ৩ পর্যটক আহত হয়। তাদের সকলেরই বাড়ি ঢাকার সাভার এলাকায়। পুলিশ আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে কোন মামলা দায়ের হয়নি।