শাহ আলম, রাঙামাটি: আসন্ন ১৪ই ফেব্রুয়ারী রাঙামাটি পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) আকবর হোসেন চৌধুরী বলেছেন, নিজের মধ্যে মান-অভিমান, ঝগড়া-বিভেদ ভুলে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, নৌকা প্রতীকের জয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে ছাত্রলীগের সকল নেতাকর্মীকে ভোটযুদ্ধে অংশ গ্রহন করতে হবে।
বৃহস্পতিবার (২১জানুয়ারী২১) বিকালে রাঙামাটি জেলা ছাত্রলীগের উদ্যোগে আসন্ন পৌর নির্বাচন উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত জরুরী সভায় তিনি এসব কথা বলেন।
আসন্ন পৌর নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তাদের দুর্বল ভাবলে চলবে না। কোন প্রার্থীকেই দুর্বল ভাবা উচিত নয় জানিয়ে তিনি বলেন, এবার ইবিএমএ ভোট হবে। ছাত্রলীগকে ভোটারদের বুঝাতে হবে, প্রত্যেকের ঘরে ঘরে যেতে হবে। আওয়ামী সরকারের উন্নয়নের কথা জানাতে হবে। আমার নির্বাচনী ইস্তেহার থাকবে। আমি কি কি কাজ করেছি, কি কি কাজ চলমান, সব কিছু জনগণের সামনে সকলের উপস্থাপন করতে হবে।
এসময় রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা পরামর্শ মূলক বক্তব্য রাখেন।
সভায় আকবর হোসেন চৌধুরী বলেন, ভোট ডাকাতি করে জয়ী হওয়ার ইচ্ছে কিংবা কোন প্রশ্নই আসে না। যদি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সকল সহযোগী অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ থাকে তাহলে বিএনপি কিংবা অন্য দলের কোন প্রার্থীই ভোটযুদ্ধে নৌকা প্রতীকের ধারে পাশেও আসতে পারবে না।
তিনি আরো বলেন, রাঙামাটি শহরে বহু জাতি, ধর্ম, বর্ণের বসবাস। আমি পাঁচ বছর দায়িত্ব থাকাকালীন বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কাজ করেছি। আমার জন্য ভোট চাইতে কষ্ট করতে হবে না। ভোটারদের কাছে যাওয়ার জন্য আমি কাজের মাধ্যমে রাস্তা তৈরি করে দিয়েছি। বিশেষ করে করোনাকালীন সর্বোচ্চ চেষ্টা করেছি মানুষের পাশে থাকার এবং থেকেছি। সকলের টিম ওয়ার্ক করে কাজ করতে হবে। এবিএম সম্পর্কে জনগণকে বুঝাতে হব। কিভাবে ভোট দিতে হবে। সকল নেতাকর্মীকে কঠোর পরিশ্রম করতে হবে।
এসময় তিনি ছাত্রলীগের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।