শিক্ষার্থীদেরকে বিজ্ঞান ও প্রযুক্তির সাথে পরিচিত করতে সকলকে মনোযোগী হতে হবে-এ কে এম মামুনুর রশিদ

190

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের আয়োজন সপ্তাহ ব্যাপী ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারী) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে ‘তথ্য প্রযুক্তির সদ্ব্যবহারঃ আসক্তি রোধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।
জাতীয় বিজ্ঞান ও জাদুঘর এর তক্তাবাধনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী অনুষ্টানে, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শিল্পী রানী রায়, জেলা প্রশাসক সার্বিক মো মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমাসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২১টি ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবন স্টল পরিদর্শন করেন। আগত খুদে শিক্ষার্থীদের (বিজ্ঞানীদের) স্টল পরিদর্শন ও তাদের মেধা ও উদ্ভাবনী চিন্তা চেতনা দেখে মুগ্ধ হন অতিথিরা।
উদ্বোধনী অনুষ্টানে জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ বলেন, উন্নত বাংলাদেশ গড়তে প্রযুক্তি ও গবেষনা বাড়ানো দরকার। প্রযুক্তিতে দেশ এগিয়ে যাচ্ছে, এগুলো সব বিজ্ঞানের অবদান। শিক্ষার্থীদেরকে বিজ্ঞান ও প্রযুক্তির সাথে পরিচিত করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার শেখাতে হবে। আর দেশের তরুণ উদ্ভাবকের নতুন প্রযুক্তি নিয়ে এগিয়ে আসতে হবে। এতে করে বিজ্ঞানের ব্যবহারের মাধ্যমে পরিবেশের ইতিবাচক পরিবর্তন সম্ভব।
তিনি আরো বলেন, বর্তমানে খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এখন নিরাপদ খাদ্য নিশ্চিত করার মাধ্যমে একটি সুস্থ-সবল ও বিজ্ঞানমনস্ক জাতি গঠনে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের অনুপ্রেরিত করে প্রতিভা বিকাশের সুযোগ তৈরীতে সকলকে মনোযোগী হওয়ার আহবান জানান তিনি।
রাঙ্গামাটিতে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে স্কুল পর্যায়ে ১৬টি এবং কলেজ পর্যায়ে ৫টি সদর জেলা উপজেলার ২১টি স্টল অংশগ্রহণ করে।