প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম এখন সম্প্রীতি ও মৈত্রিময় অঞ্চল- বীর বাহাদুর

294

নিজস্ব প্রতিবেদেক,রাঙ্গামাটি – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম এখন সম্প্রীতি ও মৈত্রিময় অঞ্চল। এক সময় পার্বত্য চট্টগ্রামকে হেয় চোখে দেখা হতো, এখন পার্বত্য চট্টগ্রামকে হেয়ভাবে দেখার সুযোগ নেই।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ৯৭ সালের ২রা ডিসেম্বর শান্তি চুক্তি সম্পাদনের পর থেকে অশান্ত পার্বত্য চট্টগ্রামে শান্তির সুবাতাস বইতে শুরু করে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দেশ এখন উন্নয়নের মহাসড়কে। সারা দেশের মত পার্বত্য চট্টগ্রামে ও শিক্ষা, খেলাধুলাসহ প্রতিটি সেক্টরে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।
শুক্রবার বিকেলে রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ৫ দিন ব্যাপী বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব ২০২১ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের সভাপতি নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম নিজামী, তথ্য কমিশন সচিব সুদত্ত চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ মামুন,রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন প্রমূখ।

সভায় বীর বাহাদুর এমপি রসিকতা করে আরো বলেন, পার্বত্য চট্টগ্রামকে হেয় করে মিডিয়াতে বিজ্ঞাপনে বলা হয়, আমার ভাতিজার কাজ না হলে ওভার নাইট বান্দরবান পাঠাই দিব, পার্বত্য চট্টগ্রাম এখন সেরকম নেই, এখন মানুষ পার্বত্য চট্টগ্রামে আসতে চায়, তার প্রমান এই সফল বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব।
পাহাড়ে আয়োজিত এই বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব পার্বত্য চট্টগ্রামকে বহিবিশ্বে আরো নতুনভাবে পরিচিতি করবে এবং অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে অনেক উচু পর্যায়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের প্রাক্তণ সাংসদ ফিরোজা বেগম চিনু,রাঙ্গামাটি জেলা পরিষদের প্রাক্তণ চেয়ারম্যান চিং কিউ রোয়াজা,নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমানসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসবে অনুষ্ঠানে অংশগ্রহনকারী ১০০জন প্রতিযোগির মধ্যে থেকে রাঙ্গামাটি অ্যাডভেঞ্চার ক্লাবের পক্ষ থেকে মুন দেওয়ান,বরিশাল থেকে অংশগ্রহনকারী সদস্য তৌহিদুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা থেকে জেনিথ বম ও নওগা জেলার ওয়াহিদা বিনতে রোকন তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং এ আয়োজন অব্যাহত রাখতে কর্তৃপক্ষের কাছে আহবান জানান।

আলোচনা শেষে অ্যাডভেঞ্চার কার্যক্রমে অংশগ্রহনাকারীদের মাঝে আয়োজক কমিটির পক্ষ থেকে সনদ বিতরণ করা হয়।
পরে রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে আতশবাজী ও ফানুস উড়ানোসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।