রাঙ্গামাটিতে হিলর প্রোডাকশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও চাকমা গানের ভিডিও অ্যালবামের মোড়ক উন্মোচন

166

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-বর্ণাঢ্য আয়োজনে রাঙ্গামাটিতে উদযাপিত হয়েছে স্থানীয় সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিলর ভালেদী ও হিলর প্রোডাকশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বুধবার (৬ জানুয়ারী) সকালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, বিশেষ সম্মাননা প্রদান ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠিত হয়। এ ছাড়া ‘দ্বি চোগে স্ববন’ নামে আধুনিক ও রোমান্টিক চাকমা গানের একটি নতুন ভিডিও অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়েছে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেছেন, প্রধান অতিথি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। এরপর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চত্ত্বর গিয়ে শেষ হয়। পরে পার্বত্য জেলা পরিষদের পঞ্চম তলার সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
শুরুতে ‘দ্বি চোগে স্ববন’ (দু’চোখে স্বপন) নামে নির্মিত সম্পূর্ণ নতুন চাকমা গানের অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা। অ্যালবামটির তিনটি গানের কথা ও সুর করেছেন, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুশীল প্রসাদ চাকমা। এতে কন্ঠ দিয়েছেন, স্থানীয় সংগীত তারকা লক্ষী দেবী চাকমা ও পুন্য শংকর চাকমা। পরে আলোচনা সভা শেষে বিশেষ সম্মাননা প্রদান ও হিলর প্রডাকশনের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদকে প্রধান অতিথি এবং পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমাকে উদ্বোধক হিসেবে স্মারক সম্মাননা, সুশীল প্রসাদ চাকমাকে বছরের সেরা নাট্যকার-২০২০ সম্মাননা, পারমিতা চাকমাকে সেরা সংগঠক-২০২০ সম্মাননা, নমিতা চাকমাকে সেরা অভিনয়-২০২০ সম্মাননা এবং এলিন চাকমাকে সেরা নৃত্য শিক্ষক-২০২০ সম্মননা প্রদান করা হয়েছে।
এ সংগঠনের উপদেষ্টা সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা ছাড়াও সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রিয় নন্দ চাকমা, ঝরনা খীসা, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম শামসুল আলম ও সাংবাদিক হিমেল চাকমা। এতে স্বাগত বক্তব্য রাখেন, হিলর ভালেদী ও হিলর প্রোডাকশনের প্রতিষ্ঠাতা সভাপতি সুপ্রিয় চাকমা (শুভ)। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন, সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী ও পারমিতা চাকমা।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, রাঙ্গামাটি একটি আদর্শ সাংস্কৃতিক অঞ্চল। এখানে ১২ জাতির আলাদা আলাদ সংস্কৃতি রয়েছে। যার সঠিক বিকাশ ঘটাতে পারলে দেশ বিদেশের পর্যটকদের আরো বেশি আকৃষ্ট করা যাবে। তাই পাহাড়ের সাস্কৃতিক উন্নয়ন, বিকাশ ও সংরক্ষণে পার্বত্য জেলা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ লক্ষ্যে হিলর প্রডাকশনের দর্শনীয় সাংস্কৃতিক কর্মকান্ডে বিশেষ সহায়তা দেয়া হবে।