রাজস্থলীতে ইউএনও’র নিজ উদ্যোগে পাকা ঘর পাচ্ছেন ৮৯ বছরের বৃদ্ধ মুইক্রয় মারমা

235

রাজস্থলী প্রতিনিধিঃ-রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ইউএনও শেখ ছাদেকের নিজ উদ্যোগে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর পাচ্ছেন মুইক্রয় মারমা নামে ৮৯ বছরে বৃদ্ধ মহিলা। গত শনিবার সকালে মর্নিং ওয়ার্ক করার সময় হঠাৎ গাইন্দ্যা ইউনিয়নে ওগাড়ী পাড়ায় চলমান মুজিব শতবর্ষের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসন প্রকল্পের নির্মিত ঘরের কাজ পরিদর্শনে গেলে পাড়াাটিতে মুইক্রয় মারমা নামে এক ৮৯ বছরের বৃদ্ধ মহিলা ভাঙ্গাচোড়া বেড়ার ঘরে কুজু মেরে বসে আছে এবং শীতে কাঁপছে। “এমন দৃশ্য দেখে উপজেলা নির্বাহী অফিসার বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাস করলেন শীতে আপনার কষ্ট হচ্ছেনা? উত্তরে তিনি বললেন বাবু শীত করলেও কি আর করা, ভাঙ্গাচোরা ঘরে বাকি জীবনটা কাটিয়ে দিতে হবে”। মুইক্রয় মারমা (বৃদ্ধ মহিলার) কথা শুনে নিবার্হী অফিসার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে তাৎক্ষণিক ফোন করে মুইক্রয় মারমাকে একটি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার পাকা ঘর নির্মাণ করে দেওয়ার জন্য তালিকা তৈরি করতে নির্দেশ দেন। বৃদ্ধ মহিলা মুইক্রয় মারমা বাংলা কথা বোঝাতে না পারলে ও অন্য জনের কাছ থেকে নিবার্হী অফিসারের কথা গুলো শুনে খুব খুশি হলেন।
অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক বৃদ্ধ মহিলা টিকে বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উপহার হিসেবে আপনার জন্য একটা পাকা ঘর নির্মাণের উদ্যোগ হাতে নিয়েছি। তাই প্রধানমন্ত্রী জন্য দোয়া চাইলেন ইউএনও। জানা যায় মুইক্রয় মারমা (৮৯) জীবনের অধ্যেক সময়টি এই ভাঙ্গা চোরা ঘরে কাটিয়ে দিয়েছেন। কিন্তু কারো চোখে পড়েনি। জীবনের শেষ প্রান্তে এসে উপজেলা নির্বাহী অফিসারের চোখে পড়ে এই অসহায় বৃদ্ধ মহিলার আর্থনাথ।