রাঙ্গামাটি, বান্দরবান, মাটিরাঙ্গা পৌর নির্বাচনের তফসিল ঘোষনা, নির্বাচন ১৪ ফেব্রুয়ারী

204

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামটিঃ-রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৪ ফেব্রুয়ারী নির্বাচনের দিন করে একই দিনে সারা দেশে চতুর্থ ধাপে ৫৬টি পৌর সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারী, মনোনয়ন পত্র বাছাই ১৯ জানুয়ারী, মনোনয়নপত্র প্রত্যাহার ২৬ জানুয়ারী এবং প্রতীক বরাদ্ধ হবে ২৭ জানুয়ারী।
আগামী ১৪ ফেব্রুয়ারী ইভিএম পদ্ধতিতে প্রথম রাঙ্গামাটি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রবিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর হোসেন জানান, ৫৬টি পৌরসভার মধ্যে ৩১টিতে ইভিএমের মাধ্যমে আর ২৫টিতে ব্যালট পেপারে মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ায় রাঙ্গামাটি জেলার সাধারণ মানুষের মাঝে উৎসাহ উদ্দীপন দেখা দিয়েছে। রাঙ্গামাটির প্রতিটি রাজনৈতিক দলের নেতাকর্র্মীদের মাঝে শুরু হয়েছে কানা ঘুষা। কে হচ্ছে পৌরসভার মেয়র প্রার্থী। ইতিমধ্যে প্রতিটি রাজনৈতিক দল তাদের দলের সম্ভাব্য প্রার্থীদের মেয়র মনোনয়নের জন্য আবেদন সংগ্রহ করেছে বলে জানা গেছে দলীয় সুত্রে।
সূত্রটি জানায়, মেয়র পদের জন্য বর্তমান মেয়র আকবর হোসেন চৌধুরী, সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিব মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করেন। এছাড়া পৌর আওয়ামীলীগের সহ সভাপতি মঈন উদ্দিন সেলিম, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক অরম কুমার দে, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, পৌর আওয়ামীলীগের সভাপতি সোলায়মান চৌধুরী, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান মহসিন রানাসহ আরো বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে।
অপরদিকে রাঙ্গামাটি জেলা বিএনপির পক্ষ থেকে সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, এডভোকেট মামনুর রশিদ, এডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা যুবদলের সভাপতি সাভাপতি সাইফুল ইসলাম শাকিল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাত মোঃ সায়েম সহ বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। তবে দুই দলের নীতিনির্ধারকরাই চিন্তা করবে কে হবে দলের প্রার্থী।
এদিকে মাটিরাঙ্গা পৌরসভার আওয়ামীলীগ, বিএনপির সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে দলীয় নেতাকর্মীরা গতকাল রাতেই নিজ নিজ অবস্থান নিশ্চিত করতে শোডাউন দিয়েছে।