নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-আমাদের সামনে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে আসন্ন রাঙ্গামাটি পৌরসভা নির্বাচন বলে মন্তব্য করেছেন, রাঙ্গামাটি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দীপন তালুকদার। তিনি বলেন, এবার ২০১০ সালের ন্যায় এই রাঙ্গামাটি পৌরসভাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে হবে। তাই সব দিধাদ্বন্দ্ব ভুলে যাকে পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন দিবে তাকে নিয়েই সবাইকে এক সাথে ঝাঁপিয়ে পড়তে হবে এবং ব্যক্তি দ্বন্দ্ব যাতে দলে না আসে, সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।
শনিবার (২ জানুয়ারী) বিকেলে রাঙ্গামাটি জেলা বিএনপি’র কার্যালয়ে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারন সম্পাদক দীপন তালুকদার এসব কথা বলেন।
জেলা ছাত্রদল সভাপতি ফারুক আহম্মেদ সাব্বিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন, সদর থানা ছাত্রদল সভাপতি তারেক আহম্মেদ, সাধারণ সম্পাদক ফজলুল ইসলাম, পৌর ছাত্রদল আহবায়ক খায়রুল ইসলাম, সদস্য সচিব জাভেদ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি হেলাল উদ্দিন, জেলা যুবদল সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারন সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সিনিয়র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, রাঙ্গামাটি জাসাসের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, স্বৈরাচারী সরকার মানুষের কণ্ঠ রোধ করে দিয়েছে। এই সরকারের পতন ঘটাতে পারে একমাত্র ছাত্রদল। তারা ছাত্রদল নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, আপনারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস দখলে নিন। ছাত্রদের কেউ দমন করে রাখতে পারেনা। অতীতে স্বৈরাচার এরশাদ সরকারের পতন দেখেছি। আর বর্তমান সরকারকেও আন্দোলনের মাধ্যমে পতন ঘটাতে হবে।
বক্তারা আরও বলেন, সংগঠনের মধ্যে মতের অমিল থাকতে পারে, ছোটখাটো বিভেদ থাকতে পারে। সেটাকে ভুলে গিয়ে একাট্টা হয়ে রাজপথে আন্দোলন করে এই সরকারের পতন ঘটাতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি, তবে বিএনপিকে ক্ষমতায় আনতে পারবো না। তাই নিজেদের মধ্যে কোন বিভেদ না রাখার আহবান জানান।
বক্তারা বলেন, একদিকে বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় রয়েছে, আর তার ছাত্র সংগঠন ছাত্রলীগ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য করে যাচ্ছে। এহেন কোন অপকর্ম নেই যা তারা করছে না।
এদিকে, ছাত্র দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল রাঙ্গামাটি জেলা শাখা তিনদিন ব্যাপি কর্মসূচি পালন করে। কর্মসূচিগুলো হলো, হতদরিদ্র মাঝে শীতবস্ত্র, শিক্ষা উপকরণ বিতরণ এবং বিনামূল্য চক্ষুশিবিরের আয়োজন।