বাঘাইছড়ি প্রতিনিধিঃ-রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জয়াচ চাকমার সভাপতিত্বে শনিবার (২ জানুয়ারী) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৪ জন ক্যান্সার রোগীকে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে দুই লক্ষ টাকার চেক বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা।
অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথিরা ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম ও সাগরিকা চাকমা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন ও সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন।
সভায় বক্তারা সকলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক গৃহিত জন হিতকর কার্যক্রমের ভূঁয়শী প্রশংসাসহ বয়স্কদের জন্য নিয়মিত ভাতা, বিধবা ভাতার প্রচলন, প্রতিবন্ধীদের ভাতা প্রদান ইত্যাদি বিষয়ের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পরিশেষে সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে ৪ জন ক্যান্সার রোগীকে চিকিৎসা সেবা বাবদ ৫০ হাজার টাকা করে মোট ২ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।