নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-সারা দশেে এবছর শীত জেঁকে বসছে। পাহাড়ে এবার শীত অনুভুত হচ্ছে বেশী। কষ্ট বেড়েছে শ্রমজীবী দরদ্রি মানুষরে। কনকনে ঠান্ডায় র্দুভােগে অসহায় নিম্ন আয়ের মানুষ। শীত নিবারণে নানান চেষ্টা খেটে খাওয়া মানুষরে মধ্য। এক টুকরো গরম কাপড়ের আশায় প্রহর গুনছেন তারা।
শীর্তাত সেইসব মানুষের কথা চিন্তা করে এসএসসি ৮৯ ব্যাচের স্বজন সন্মলিন পরিষদের ব্ন্ধুরা। স্বজন সম্মিলন পরিষদের সভাপতি ও বিশিষ্টি সমাজ সেবক রাজনীতিবিদ আবু সৈয়দ পরিসদের বন্ধদের নিয়ে রাতের বেলায় ছুটে গেলেন রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায়। নতুন বছরের প্রথম দিনই শহরের নিম্ন আয়ের মানুষদের হাতে তুলে দিলেন শীতের কম্বল। এসময় স্বজন সন্মলিন পরিষদের বন্ধু সদস্যরা তার সঙ্গে ছিলেন।
আবু সৈয়দ বলেন, ‘শীতে স্বল্প আয়ের মানুষদের বেশী কষ্ট হয়। তাদের ঘরে শীতবস্ত্র বা কম্বল পর্যাপ্ত থাকে না। শহরে অনেকে শীর্তাত মানুষ রয়েছে। তাদের কষ্ট আমাদের ব্যথিত করে। তাই স্বজন সন্মলিন পরিষদ থেকে বন্ধুরা মিলে কিছু কম্বল নিয়ে ছুটে গিয়েছি। আমরা সাধ্যমতো চেষ্টা করছি। তিনি সবার কাছে প্রত্যাশা রেখে বলেন, সবাই যার যার সাধ্যমতো শীর্তাত মানুষের পাশে দাঁড়ালে অসহায় মানুষগুলো দূর্ভোগ থেকে রক্ষা পাবে। করোনার এই সময়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান তিনি। কারণ এখন সচেতন থাকাটা খুব জরুরী।’