থানচি প্রতিনিধিঃ-বর্তমান সময়ের প্রায়ই বিলুপ্তি পথে বিরল প্রজাতি লজ্জাপতি বান্দরটি গহিন অরন্যে অবমুক্ত করলেন থানচি বন বিভাগ।
বুধবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টায় থানচি লিটক্রে সড়কের প্রায় ১ কিলোমিটার দক্ষিনে সেগুম ঝিড়ির এর গভীর অরন্যে সে লজ্জাপতি বানরটি অবমুক্ত করেন। থানচি সদর রেজ্ঞ কর্মকর্তা মটিউর রহমান সাংবাদিকদের জনান, ২১ শে ডিসেম্বর সামাজিক মাধ্যমে বিরল প্রজাতি ছবি আপলোড করেন থানচি এক যুবক, তার নিকট থেকে উদ্ধার করে আজ বুধবার অবমুক্ত করা হইল। বিরল প্রজাতি লজ্জাপতি বানরটি অবমুক্ত সময় থানচি উপজেলা প্রশাসনে সহকারী কমিশনা (ভূমি) এ্যাসিলাইন মোঃ তাজ উদ্দিন আহম্মদ, থানচি রেজ্ঞে রেজ্ঞ কর্মকর্তা মোঃ মটিউর রহমান, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), থানচি রেজ্ঞে কয়েকজন কর্মচারী উপস্থিত ছিলেন।