দীঘিনালার মেরুং বাজারে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ছবি ভাংচুর

204

দীঘিনালা প্রতিনিধিঃ-দীঘিনালা উপজেলা মেরুং বাজারে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ছবি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোররাতে এই ঘটনাটি ঘটে বলে জানা গেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
স্থানীয় জানায়, মেরুং বাজারের পুলিশ ফাঁড়ির সামনে স্থাপন করা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতি। মঙ্গলবার ভোররাতে দুর্বৃত্তরা ধারালো ব্লেড দিয়ে বঙ্গবন্ধুর চারটি ছবি কেটে দেয়। পরে সকালে আওয়ামীলীগ নেতাকর্মীদের নজরে আসে।
এ ব্যাপারে মেরুং ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল গাজী জানান, গত শুক্রবার ছোট মেরুং কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মাওলানা আবদুল হামিদ নোমান ভাস্কর্য বিরোধী বক্তব্য দিয়েছিলো যার ফলে বঙ্গবন্ধুর প্রতিকৃতির উপর হামলা হয়েছে।
এ ব্যাপারে ছোট মেরুং কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মালেক কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত শুক্রবার জুমার নামাজ শেষ করে ছুটি না নিয়ে পালিয়ে যায়।
দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. কাশেম জানান, জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী শক্তিই এ কাজ করতে পারে। পুলিশকে অভিযোগ দেয়া হয়েছে। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ ব্যাপারে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা ধারালো কিছু দিয়ে বঙ্গবন্ধুর চারটি ছবি কেটে দেয়া হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি। তবে তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।