হতদরিদ্র অসুস্থ প্রতিবন্ধী চিকিৎসা সহায়তায় দীঘিনালা জোন

221

‌দীঘিনালা প্রতিনিধিঃ-হতদরিদ্র ও অসুস্থ প্রতিবন্ধী বাঙালিকে তার চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ থেকে জোনাল ষ্টাফ অফিসার মেজর এম.রিফাত-বিন-আসাদ অসুস্থ ব্যক্তিকে ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।
শনিবার (১৯ ডিসেম্বর) দীঘিনালা জোনের সদরের মেরুং ইউনিয়নের রশিক নগর এলাকার অসহায় হতদরিদ্র অসুস্থ প্রতিবন্ধী মোঃ কোরবান আলী (৬০) চিকিসাৎর জন্য ৫হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
জোনাল ষ্টাফ অফিসার মেজর এম.রিফাত-বিন-আসাদ বলেন, দীঘিনালা জোন সব সময় পার্বত্য অঞ্চলে পাহাড়ি ও বাঙ্গালীদের মাঝে যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা ও অনুদান প্রদান অব্যাহত রেখেছেন, পূর্বেও দীঘিনালা জোন পাহাড়ি ও বাঙ্গালীদের মাঝে সাহায্য সহযোগিতা করে আসছে, বর্তমানে করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, মোঃ কোরবান আলী শারীরিক প্রতিবন্ধী এবং নিঃসন্তান। শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্বেও তিনি এবং তার পরিবারকে নিয়ে অতি কষ্টে জীবন যাপন করে আসছিলেন। গত চার বছর যাবৎ তিনি কিডনি, লিভার এবং ফুসফুস জনিত রোগে ভুগিছিলেন।