রাঙ্গামাটিতে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

365

নিজস্ব প্রতিবেদকঃ-জনগণের অধিকার রক্ষায় সম্মিলিত ভাবে সবাইকে গিয়ে আসার আহবান জানিয়েছেন ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা শাখার উপদেষ্টা ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত মানবাধিকার ভুলন্ডিত হচ্ছে। মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। তাই মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে দল মত নির্বিশেষে সবাইকে মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান তিনি।
বৃস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে সকালে আলোচনা সভা ও শতাধিক হতদরিদ্র মানুষদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি হাজী সুলতান কমরুদ্দীনের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা শাখার পরিচালক মোঃ নাছির উদ্দিন, সহ সভাপতি নাজিম উদ্দীন, সামাজিক এবং মানবাধিকার সংগঠন “ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি” রাঙ্গামাটি জেলার সভাপতি অরূপ মুৎসুদ্দি, সহ সভাপতি বিমল কান্তি ঘোষ, মহিলা বিষয়ক সম্পাদিকা বেগম সুফিয়া কামাল ঝিমি, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম ভুইয়া প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা শাখার উপদেষ্টা ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ আরো বলেন, পার্বত্য এলাকায় শান্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শান্তি চুক্তি করা হয়েছিলো। কিন্তু শান্তি চুক্তি হওয়ার পরও পাহাড়ে শান্তি আসেনি। মানুষের অধিকার বাস্তবায়িত হচ্ছে না। পাহাড়ে এখনো কেউ নিরাপদ নয়। আমরা যারা পাহাড়ে বসবাস করি আমরা চাই শান্তি। তাই সবাইকে এক্যমত্যে এসে এই শান্তিচুক্তি পুরোপুরি বাস্তবায়ন করা দরকার।
তিনি আরো বলেন, পার্বত্য এলাকায় উন্নয়নের লক্ষে সরকারের পক্ষ থেকে লক্ষ লক্ষ টাকা দেয়া হলেও তা সঠিক কাজে লাগছে না। তাই এইসব টাকা যাতে সঠিক ভাবে বাস্তবায়ন হয় তার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জোড়ালো ভূমিকা রাখতে হবে। এতে করে পাহাড়ে বসবাসরত ছিন্নমূল প্রান্তিক জনগোষ্ঠিরা উন্নতর জীবন যাপন করতে তেমনী এলাকার উন্নয়ন তরান্বিত হবে।
আলোচনা সভা শেষে ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে অর্ধশতাধিক অসহায় দুঃস্থ মানুষদের মাঝে শীত নিবারণ ও মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়।