রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানঃ-বান্দরবানে আগামী ১২ডিসেম্বর থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন এর আওতায় এবার বান্দরবানে ৯ থেকে ১০বছর বয়সী ১ লক্ষ ১৬ হাজার ৩৪৬জন শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার (১০ডিসেম্বর) সকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে জেলায় কর্মরত সংবাদকর্মীদের নিয়ে এক সংবাদ সম্মেলনে বান্দরবানের সিভিল সার্জন ডা.অং সুই প্রু মারমা এই কথা জানান।
এসময় সিভিল সার্জন আরো জানান, এবারে বান্দরবান জেলায় ২৭৬ জন টিকাদানকারী, ১০৫ জন সুপারভাইজার ও ৪১৪জন স্বেচ্ছাসেবক এই হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন এ সেবা প্রদান করবে এবং ২ হাজার ৫শত ২০টি টিকাদান কেন্দ্রে দেড় মাসব্যাপী এই হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন চলবে।
এসময় সংবাদ সম্মেলনে ডা. মো: আলমগীর বলেন, আগামী ১২ডিসেম্বর (রবিবার) সকাল থেকে বান্দরবানে এই এই হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন শুরু হবে এবং শিশুদের হাম-রুবেলা টিকা দেবে টিকাদানকারী। ডা. মো: আলমগীর আরো বলেন, প্রথম পর্যায়ে টিকাদান কেন্দ্রে শিশুদের এই টিকা দেয়া হবে এরপরে যারা বাদ পরে যাবে সেই সকল শিশুদের বাড়ী বাড়ী গিয়ে তথ্য নিয়ে একটি তদারকি টিম কাজ করবে, এরপরে আরেকটি টিম চুড়ান্তভাবে বাড়ী বাড়ী যাবে যাতে কোন শিশু এই হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে তার জন্য কাজ করবে।
সংবাদ সম্মেলনে এসময় বান্দরবানের সিভিল সার্জন ডা.অং সুই প্রু মারমা, ডা. মো: আলমগীর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা. মাহাজাবীন হক, বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সা সুই চিং মারমা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।