খাগড়াছড়ি প্রতিনিধিঃ-খাগড়াছড়িতে যোগাযোগ ব্যবস্থা ক্ষেত্রে উন্নয়নের জন্য এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে শনিবার (৬ ডিসেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়নে খাগড়াছড়ি জেলা সদরে সাত ভাইয়া পাড়া মোহাম্মদপুর কবর স্থান ও শশ্মান সংলগ্ন ছড়ার উপর আর সি. সি গার্ডার ব্রীজ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি।
উদ্ধোধন সময়ে সদস্য প্রশাসন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আর্শীষ কুমার বড়ুয়া, খাগড়াছড়ি পৌর মেয়র মো. রফিকুল আলম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকোশলী মো. খোরশেদ আলম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে উপ সহকারী নেপাল নাথসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ব্রীজের দৃশ্যমান দৈর্ঘ্য ৪০ ফুট এবং প্রস্থ ১২ ফুট প্রায় ৬১ লক্ষ টাকা ব্যয়ে ২০১৮-২০ অর্থসালে নির্মিত আর সি. সি গার্ডার ব্রীজ করা হয়েছে।