লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক

438

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় দেশীয় তৈরী অস্ত্রসহ ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর এক সন্ত্রাসী’কে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার দুল্যাতলী ইউনিয়নের রাইন্যামাছড়া নামক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি রাইন্যামাছড়া গ্রামের মৃত বাংল্যা চাকমার ছেলে রবি চাকমা ওরফে রবি কুমার চাকমা(৩৮)।
এসময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি পিস্তল, ২৬রাউন্ড তাজা গুলি, চাঁদা আদায়ের রশিদ বই, মোবাইল সেট, নগদ টাকা ও সন্ত্রাসী কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদী উদ্ধার করে সেনাবাহিনী। আটক সন্ত্রাসীকে লক্ষ্মীছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী সূত্র জানায়, আটক ব্যক্তি ইউপিডিএফ’র মূল দলের সশস্ত্র স্বক্রিয় সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে দুল্যাতলী ক্যাম্প হতে ৩কি: মি: দূরে চাঁদা আদায়ের প্রন্তুতিকালে তাকে হাতে-নাতে আটক করা হয়। পাহাড়ে শান্তি-শৃংখলা বজায় রাখতে সেনাবাহিনীর এমন অভিযান অভ্যাহত থাকবে বলেও জানান সেনা কর্মকর্তারা।