মাটিরাঙ্গা প্রতিনিধিঃ-পার্বত্য শান্তিচুক্তির ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে বিনা মূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে।
বুধবার (২ ডিসেম্বর) সকালে গুইমারা রিজিয়নের আওতাধীন ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা সেনা জোন এ চক্ষু শিবিরের আয়োজন করে। মাটিরাঙ্গা মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত চক্ষু শিবির কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেড়িয়ার জেনারেল মোঃ শাহরিয়ার জামান।
এসময় তিনি চিকিৎসা সেবা কেন্দ্র ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজ খবর নেন, একই সাথে জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানোর পরামর্শ দেন।
এ সময় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার, নবাগত জোন অধিনায়ক লে: কর্নেল মোঃ মহসিন হাসান, গুইমারা রিজিয়নের জি.টু.আই মেজর মঈনুল আলম, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃলা দেব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ন মোরশেদ খান’সহ সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম লায়ন্স আই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগন প্রায় তিনশতাধিক পাহাড়ি-বাঙালি চক্ষু রোগীকে নানা ধরনের চিকিৎসা সেবা দেন। এছাড়াও বিনামূল্যে প্রয়োজনীয় ঔষুধ, মাস্ক ও শতাধিক চশমা বিতরণ করা হয়েছে।