খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচনঃ সভাপতি হাজী মো: কাশেম, সাধারণ সম্পাদক মনির হোসেন

380

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-খাগড়াছড়িতে কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড ব্যবস্থাপনা কমিটি’র ত্রিবার্ষিক নির্বাচনের চেয়ার প্রতীক নিয়ে ১০৬ ভোটে সভাপতি জয় লাভ করেছে হাজী মো: কাশেম। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছাতা প্রতীকে তপন কান্তি দে পেয়েছেন ৫৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে বাই-সাইকেল প্রতীকে মো: মনির আহমদ ৩৫ ভোট পেয়ে জয়যুক্ত হয়। অন্যদিকে, সহ-সভাপতি পদে বটগাছ প্রতীকে দীন মোহাম্মদ ৪৮ ভোট, সহ-সধারণ সম্পাদক পদে মো: জসিম উদ্দিন নলকুপ প্রতীক নিয়ে ৮৯ ভোট, দপ্তর সম্পাদক পদে মাছ প্রতীকে মো: নুর নবী ১০৭ ভোট, কোষাধ্যক্ষ পদে ফুটবল প্রতীকে মো: মোস্তফা ৮২ ভোটে নির্বাচিত হয়।
সদস্য পদে কলসি প্রতীক নিয়ে মো: রফিক উদ্দিন ছিদ্দিকী ১১০ ভোট, দোয়েল পাখি প্রতীকে পংকজ বড়–য়া ৯৪ ভোট, টেলিভিশন প্রতীক নিয়ে আবদুল জব্বার ৮০ ভোট পেয়ে জয় লাভ করেন।
গত রবিবার সকাল ৯টা থেকে ৪ টা পর্যন্ত শহরের নারিকেল বাগানস্থ সমিতির কার্যালয়ে চলে ভোট গ্রহণ। এতে ১৬৫ জন ভোটারের মধ্যে ১৬১ ভোটার ব্যালটের মাধ্যমে তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের যোগ্য প্রার্থীদের সমিতির নেতৃত্ব বাছাই করেন ভোটাররা।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর উৎসব মুখোর পরিবেশে অনুষ্ঠিত ভোট গ্রহণে ৩জন সদস্য পদসহ ৭টি পদে ৯ প্রার্থীর বিপরীতে ২৩ জন প্রার্থী নির্বাচনে প্রার্থী প্রতিদ্বন্ধীতা করে। এতে নির্বাচন পরিচালনা করছেন ৩ জন সমবায় অফিসার এবং নির্বাচনে অংশ গ্রহণকারীদের পক্ষে ৪ জন সমন্বয়কের দায়িত্ব পালন করে।
প্রসঙ্গত: বিগত ২০১৭ সালের ২৭ নভেম্বর খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড ব্যবস্থাপনা কমিটির এর ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।