নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি – রাঙ্গামাটিতে শর্ট পিচ ভলান্টিয়ার প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাঙ্গামাটি পৌর অফিস কার্যালয় সম্মুখ মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।
এসময় ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জামাল উদ্দিন ও সংগঠনটির সভাপতি জহিরুল ইসলাম তন্ময়সহ সকল সদস্য ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে ও রাঙ্গামাটি পৌর কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় এবং মিডিয়া পার্টনার দৈনিক গিরিদর্পণের তত্বাবধানে আয়োজিত এই টুর্নামেন্টে রাঙ্গামাটিস্থ সামাজিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ি, ভিবিডি, স্যালভেশন, ডি এস এস, হোম, সপ্নবুনুন, আলোরফুল ও জীবন অংশ নেন।
টুর্নামেন্টে এ ও বি গ্রুপে মোট ১০টি দলের অংশ গ্রহণে ২৭ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল তিনটায় পৌর অফিস সংলগ্ন মাঠে খেলা অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের ফাইনাল খেলার জন্য ৫ ডিসেম্বর সময় সীমা নির্ধারণ করা হয়েছে।