নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটিতে অভিনব কায়দায় তেলবাহী ভাউচারে করে চিরাই কাঠ পাচারকালে কাঠসহ ১ জনকে আটক করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাঙ্গামাটির মানিকছড়িতে কাঠ পাচারকালে তেলবাহী ভাউচারকে চ্যালেঞ্জ করলে কাঠগুলো জব্ধ করে সেনাবাহিনীর সদস্যরা। আটককৃত জব্দ তেলবাহী ভাউচার ট্রাক নং-১১-০৩০৭। কাঠের পরিমান ৩৩৮ টুকরা ২৩৪.৭১ ঘনফুট যার বাজার মুল্য সাড়ে ৫লাখ টাকা। আটক ড্রাইবার নাম শুক্কুর পিতা-ইউছুফ ছাক্তার পাড়া, রাউজান।
রাঙ্গামাটি ফরেষ্ট অফিসের সদর রেঞ্জ কর্মকর্তা মাহাবুবুব আলম জানায়, জ্বালানী তেলবাহী ভাউচারে অভিনব কায়দায় চিরাই কাঠ পাচার করার সময় মানিকছড়ি চেকপোষ্টে তল্লাশী করে। এ সময় ট্রাকের ভিতরে করে পাচার কারণে এই কাঠগুলোকে ট্রাকসহ জব্দ করে বন বিভাগ। আটক কাঠ ও ট্রাকের বিরুদ্ধে বন মামলার প্রস্তুতি চলছে।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজম্মান বলেন, দীর্ঘদিন কাঠ চোরের সিন্ডিকেট রাঙ্গামাটি থেকে অবৈধ ভাবে পাচার নিষিদ্ধ গোদা ও চাম্পা ফুল কাঠ পাচার করে আসছিল। বিভিন্ন সময় অভিযান কালে আমরা কাঠ গুলো আটক করলেও চোখ ফাঁকি দিয়ে অনেক কাঠ পার হয়ে যাচ্ছে। তিনি বলেন, তেলের ভাউচার আড়ালে অভিনব কায়দায় এসব কাঠ পাচার করে আসছে আমরা খবর পেয়েছি কিন্তু কোন ভাবেই ধরতে পারছি না। তাই দীর্ঘদিন ধরে এই পাচার চক্রের বিরুদ্ধে বিভিন্ন গোয়েন্দা তথ্য চালিয়েছি। গোপন সংবাদের ভিক্তিতে যৌথবাহিনী এসব কাঠ পাচারকালে আটক করা হয়।