বর্তমান সরকার প্রতিবন্ধীদের নিয়ে রুপকল্প তৈরি করেছে-এ কে এম মামুনুর রশিদ

362

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুল ও পূণর্বাসন কেন্দ্রের দিশারী অটিস্টিক চাইল্ড কর্ণারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী ও পূণর্বাসন কেন্দ্রের দিশারী অটিস্টিক চাইল্ড কর্নারের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।
উদ্বোধন শেষে আলোচনা সভায় দৈনিক গিরিদর্পন সম্পাদক এবং প্রতিবন্ধী স্কুল ও পুর্ণবাসন কেন্দ্রের সহ-সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য এ কে এম মকছুদ আহম্মেদ এর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল মামুন, প্রতিবন্ধী স্কুল ও পূণর্বাসন কেন্দ্রের দাতা সদস্য ও সমাজ সেবক মনিরুজ্জামান মহসিন রানাসহ সংশ্লিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গমাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের নিয়ে রুপকল্প তৈরি করেছে এবং বর্তমান প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ তিনি অটিজমের বিষয় নিয়ে কাজ করে চলেছেন।
তিনি আরো বলেন, শুধু আমাদের দেশে জন্য নয় প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ আর্ন্তজাতিক ভাবে ও কাজ করছেন। আর বর্তমান প্রধানমন্ত্রীর কন্যার কারণে আমাদের প্রতিবন্ধী বাচ্চাদের অনেক আমুল পরিবর্তন এসেছে। বর্তমান সরকার ২০১৩ সালে প্রতিবন্ধী সুরক্ষা আইন তৈরি করেছে এবং প্রতিবন্ধী ফাউন্ডেশন তৈরি করেছে। প্রতিবন্ধী ছেলে মেয়েদের শিক্ষা, স্বাস্থ্যসহ তাদের কল্যানে সরকার সবকিছু করে যাচ্ছে।
পরে রাঙ্গামাটি বেতারে অংশগ্রহণকারী শিশু শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।