শাহ আলম, রাঙামাটি: রাঙামাটিতে অপহৃত সিএসজি উদ্ধার ও সকল শ্রমিকদের নিরাপত্তার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা অটোরিক্স চালক ও শ্রমিক ইউনিয়ন।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০) সকাল ১০.৩০মিনিটে জেলা অটোরিক্স চালক ও শ্রমিক ইউনিয়নের আয়োজনে ও রাঙামাটি অটোরিক্সা চালক সমিতির সভাপতি পরশ মজুমদারের সভাপেিত্বতে পৌরসভা চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি বনরুপা হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদী সমাবেশ করে সংগঠনটি।
সমাবেশে রাঙামাটি অটোরিক্সা চালক সমিতির সভাপতি পরশ মজুমদার, সিএনজি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবদুল হালিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের বেতছড়ি নামক এলাকায় ভাড়া নিয়ে নিয়ে গেলে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা সিএনজিসহ চালককে অপহরণ করে নিয়ে যায়। দীর্ঘক্ষণ পরে চালক আবুল কালামকে ছেড়ে দিলেও সিএনজিটি ছেড়ে দেয়নি সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা ২লক্ষ টাকা চাঁদা দাবি করেন বলে সমাবেশে অভিযোগ করা হয়।
বক্তারা হুশিয়ারী দিয়ে আরো জানান, আমরা পরিস্কার করে বলে দিতে চাই শ্রমিক ইউনিয়ন চাঁদা দিয়ে গাড়ি চালাবেনা। ইউপিডিএফ ও জেএসএসকে বলছি চাঁদাবাজি ছেড়ে ভাল হয়ে যান না হয় সাধারণ মানুষ সাথে নিয়ে আন্দোলনে হুশিয়ারী দেন রাঙামাটি অটোরিক্সা চালক ও শ্রমিক ইউনিয়ন। আগামী বৃহস্পতিবার ১৯নভেম্বর হতে আগামী ২২ নভেম্বরের মধ্যে যদি অপহৃত সিএনজিটি ছেড়ে দেওয়া না হয় অন্যত্থায় জেলায় বাস-ট্রাক লঞ্চ ও নৌ-যান চলাচল বন্ধের হুশিয়ারী দেন জেলা শ্রমিক ইউনিয়নের নেতারা।
প্রশাসনের মাধ্যমে আমরা সকল সিএনজি চালক ও শ্রমিকদের নিরাপত্তার এবং একই সাথে সেনা ও পুলিশ ক্যাম্প বাড়ানোর জোড় দাবি জানান। বিগত দিনে সিএনজি চালক রতন ও ফটিক মিয়াকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে হত্যা করেছে আজ পর্যন্ত তাদের বিচার করা হয়নি। পাহাড়ে জেএসএস ও ইউপিডিএফ কর্তৃক সকল অপরহণ ও হত্যার সুষ্ঠু তদন্ত সহ বিচার দাবি জানানো হয়।
প্রসঙ্গত: গত ১৫ নভেম্বর ২০২০ ইং তারিখে রাঙামাটি খাগড়াছড়ি শহরের বেতছড়ি নামক এলাকায় রাঙামাটি-থ ১১০১০৮ সিএনজিটি আটক করে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিভ ফ্রন্ড(ইউপিডিএফ) একদল সন্ত্রাসী। সিএনজি চালক আবুল কালামকে মারধর করে তার সিএনজিটি অপহরণ করে নিয়ে যায়। এঘটনার দীর্ঘ ৫ দিন অতিবাহিত হলেও সিএনজিটির হদিস মেলেনি। অপহৃত সিএনজি উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার সকালে রাঙামাটি সিএনজি চালক ও শ্রমিক ইউনিয়ন এর যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ ইউপিডিএফকে ৪দিনের আল্টিমেটাম দিয়েছেন শ্রমিক ইউনিয়নের নেতারা। অন্যত্থায় জেলায় বাস-ট্রাক লঞ্চ ও নৌ-যান চলাচল বন্ধের হুশিয়ারী দেন জেলা শ্রমিক ইউনিয়নের নেতারা।