বান্দরবানে ইকো-ডেভেলপমেন্ট এর আই ডব্লিউ ই ডব্লিউ এন্ড জি সি এইচ টি প্রকল্পের অবহিতকরণ সভা

297

রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানঃ-বান্দরবানের বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-ডেভেলপমেন্ট এর আই ডব্লিউ ই ডব্লিউ এন্ড জি সি এইচ টি প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদের হল রুমে এই প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
ইকো-ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক মংহ্নৈচিং এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহম্মেদ।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বান্দরবান বার এসোসিয়েশনের সহ সভাপতি মাধবী মার্মা, আই ডব্লিউ ই ডব্লিউ এন্ড জি সি এইচ টি প্রকল্পের প্রকল্প সমন্বয়ক উত্তম কুমার চৌধূরী, মাঠ সমন্বয়ক উহ্লা চিং মার্মা, জামাইপ্রু মার্মা, এডমিন এন্ড একাউন্টস পিয়া চাকমা সহ প্রমুখ।
ইকো-ডেভেলপমেন্ট এর আই ডব্লিউ ই ডব্লিউ এন্ড জি সি এইচ টি প্রকল্পের প্রকল্প সমন্বয়ক উত্তম কুমার চৌধূরী জানান, আই ডব্লিউ ই ডব্লিউ এন্ড জি সি এইচ টি প্রকল্প বান্দরবানের মানুষের সামাজিক ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন, প্রাথমিক স্বাস্থ্য সেবা, মানবাধিকার সরক্ষা ও বিস্তার, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা, মা ও শিশু প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, আদিবাসী সমাজের সংস্কৃতি সংরক্ষন করা, ইকো-ডেভেলপমেন্ট মুলত টেশসইভাবে দারিদ্রতা দূূরকরণের জন্য নিম্নোক্ত কৌশলসমূহ গ্রহন করে থাকে, সামাজিক অংশ গ্রহন ও অর্ন্তভূক্তিকরন সক্ষমতা বৃদ্ধি, সমন্বিত উন্নয়ন, বিভিন্ন সমাজের জন্য যথাযথ পদ্ধতি, লিঙ্গ ও বৈচিত্রময় অংশিদারিত্ব, কোলাবোরেশন এবং মূল ষ্টেক হোল্ডারদের অন্তর্ভুক্তিকরণ নিয়ে কাজ করবে।