সোহেল রানা, দীঘিলালাঃ-খাগড়াছড়ির দীঘিলালা ইদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে মিলাদ শরীফ দোয়া ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরন করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা‘আত এর আয়োজনে গাউছুল আজম কমপ্লেক্স জামে মসজিদে ইদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে মিলাদ শরীফ দোয়া ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা‘আত এর সভাপতি ও ছোট মেরুং আশ্রাফিয়া দাখিল মাদ্রসার সুপার মাওলানা মো: আসলাম উদ্দিন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা‘আত এর সাধারন সম্পাদক মাও: মো: জহিরুল ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামা‘আত এর সাংগঠনিক সম্পাদক মাও: মুহাম্মদ শাহ জাহান সিরাজী বোয়ালখালী সদর ইউনিয়নের আহলে সুন্নাত ওয়াল জামা‘আত এর সভাপতি মীর মোহাম্মদ আলী হায়দার ও কবাখালী ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামা‘আত এর সাধারন সম্পাদক মাও: মো: সেলিম প্রমূখ।
আলোচনা সভায় বক্তরা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (স) ৫৭০খ্রিব্দে, ১২ই রবিউল আওয়াল জন্ম গ্রহন করেন। মহানবী‘র জন্মদিন উপলক্ষে প্রতিবছর ইদে মিলাদনুন্নবী (দ:) পালন করা হয়। মহানবী (সা.) পৃথিবীতে শান্তির দূত হিসাবে পৃথিবীতে এসেছিল। মহানবী (স.) জীবনী ধারন করে প্রতিটি মুসলমানের চলা দরকার। বক্তরা আরো বলেন, ফ্রন্স এর সরকার মহানবী হযরত মুহাম্মদ (স.) নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে তার তীব্র নিন্দা জানান এবং ফ্রন্সের পন্য বয়কট করার আহবান জানান। আলোচনা সভা শেষে ইসলামীক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা‘আত এর সভাপতি মাও: মো: আসলাম উদ্দিন।